৯১.০৫ টাকার গণ্ডি পার, ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছল ভারতীয় রুপি

Indian Rupee vs US Dollar

সৌভিক মুখার্জী, কলকাতা: সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছল এবার ভারতীয় রুপির মূল্য (Indian Rupee vs US Dollar)। হ্যাঁ, ডলারের বিপরীতে এবার ৯১.০৫ টাকার রেকর্ড দরপতন ভারতীয় রুপির। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অগ্রগতির অস্পষ্টতা এবং ক্রমাগত পুঁজির অভাবে ১৬ ডিসেম্বর ভারতীয় টাকা রেকর্ড দরপতন হল। বিশেষজ্ঞরা বলছে, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে দিনের পর দিন চাপ পড়ছে। আর রপ্তানিকারীরা ডলার সরবরাহে অনাগ্রহ প্রকাশ করছে।

কেন এতটা দুর্বল হচ্ছে ভারতীয় রুপি?

বিশেষজ্ঞরা বলছে, শুধুমাত্র একটি কারণের জন্য নয়, বরং একাধিক কারণের জেরেই রুপির দর দিনের পর দিন তলানিতে ঠেকছে। প্রথমত, দেশের বাণিজ্য ঘাটতি দিনের পর দিন বাড়ছে। দ্বিতীয়ত, ডলারের দাম আরও বাড়তে পারে এরকম আশঙ্কায় আমদানিকারীরা আগে থেকেই ডলার কিনে রাখছে। আর সবথেকে বড় ব্যাপার, রুপির দরপতন হওয়াতে রপ্তানিকারীরা ডলারের বাজার ছাড়তে চাইছে না। এর ফলে ডলারের জোগান কমছে, আর রুপির পতন আরও ত্বরান্বিত হচ্ছে।

সোমবার লেনদেনে রুপি প্রথমে ৯০.৭৮ এর মতো রেকর্ড নিম্নস্তরে পৌঁছালেও দিনের শেষে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৯০.৭৩ টাকায় বন্ধ হয়েছিল। তবে মঙ্গলবার সকালে রুপি ৯০.৭৯ টাকা দরে খুলেছিল। কিন্তু বেলা বাড়তেই আরও চাপে পড়ে সকাল ১১:৩০ নাগাদ রুপি লেনদেন করেছে ৯১.০৫ টাকায়, যা বিগত দিনের তুলনায় প্রায় ০.৩৪ শতাংশ কম। এদিকে মাত্র পাঁচটি ট্রেডিং স্টেশনে রুপি ৯০ থেকে ৯১ এর ঘরে চলে এসেছে। আর গত এক মাসে ভারতীয় মুদ্রার মূল্য কমেছে প্রায় ২%।

আরও পড়ুন: ‘বাংলাদেশকে ফিলিস্তান বানাবে, ভারতের সার্বভৌমত্ব আমাদের উপর নির্ভরশীল!’

এ বিষয়ে সিআর ফরেক্স এডভাইজর ম্যানেজমেন্ট ডিরেক্টর অমিত পাবারি জানিয়েছেন, বাজারে যে ঘাটতি তৈরি হয়েছে তার মূল কারণ একটাই। আর তা হল ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে অস্পষ্টতা। নতুন কোনও বড় অর্থনৈতিক ধাক্কা না থাকলেও এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদেরকে ভাবাচ্ছে। যার কারণে দিনের পর দিন রুপি তলানিতে ঠেকছে। এদিকে তিনি মতামত দিচ্ছেন, রুপি ৯০.০০ থেকে ৯০.২০ টাকার মধ্যে সাপোর্ট জোনে থাকতে পারে এবং রেজিস্ট্যান্স এলাকাতে তা ৯০.৮০ থেকে ৯১.০০ এর ঘরে থাকতে পারে। তবে ভবিষ্যৎ নির্ভর করবে অনেকটা রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপ এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপরেই।

Leave a Comment