৯৫% আয় ICC থেকেই আসে, BCB-কে আয়না দেখাতেই তামিম পেল ‘ভারতের দালাল’ তকমা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে খেলতে আসবে না বলে জেদ ধরে বসে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে তারা। সেই চিঠিতেও পুরনো গান ধরেছে ওপারের ক্রিকেট বোর্ড। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন আচরণে শঙ্কিত ওপারের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। নিজেদের ভালো বুঝেই BCB কে পরামর্শ দিয়েছেন তিনি। আর তাতেই এবার তামিমকে দেওয়া হলো ভারতের দালাল তকমা। নাম না করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তামিমকে নিশানা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ওরফে বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

ভাল পরামর্শ দেওয়ায় ভারতের দালাল কটাক্ষ শুনলেন তামিম!

মুস্তাফিজুর রহমান বিতর্কের মাঝে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে তাতে খানিকটা আপত্তি রয়েছে ওপার বাংলার প্রাক্তন ক্রিকেটারের। তামিমের বক্তব্য, “আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ, স্বার্থ সহ অন্যান্য সবদিক দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কথাবার্তা বা আলোচনার মধ্যে দিয়ে যদি সবটা মিটিয়ে নেওয়া যায় তবে এর থেকে ভাল আর কিছু হতে পারে না।”

অবশ্যই পড়ুন: সৌরভ গাঙ্গুলির এক চালেই ঘুরল খেলা, ম্যাচ জিতল প্রিটোরিয়া ক্যাপিটালস

নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ওপার বাংলার প্রাক্তন টাইগার বুঝিয়ে দিয়েছেন, পদ্মা পাড়ের ক্রিকেট বোর্ডের আয়ের প্রধান উৎস আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। প্রায় 95 শতাংশ আয় আসে ICC থেকেই! তাই অহেতুক ভারতীয় ক্রিকেট বোর্ড বা ICC কে চটালে আখেরে ক্ষতি হবে বাংলাদেশেরই। এমনিতেই দুরবস্থা তার উপর BCCI ও ICC র সাথে সম্পর্ক খারাপ করলে আগামীতে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা যে খুব একটা ভাল হবে না নিজেও বোঝেন তামিম। মূলত সে কারণেই সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত রেখেছিলেন তিনি। কিন্তু তাতে শেষ পর্যন্ত পেতে হল ভারতের দালাল তকমা।

সম্প্রতি, তামিমের এমন পরামর্শের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নাজমুল ইসলাম নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তামিমের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখল।” এক কথায়, নাম উল্লেখ না করেই তামিমকে চাঁচাছোলা আক্রমণ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান। তবে এই পোস্ট করার কিছু সময়ের মধ্যেই নেট দুনিয়ায় বয়ে যায় সমালোচনার ঝড়। নেট নাগরিকদের তীব্র কটাক্ষের মুখে পড়ে কয়েক মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায় নাজমুলের ওই ফেসবুক পোস্ট।

অবশ্যই পড়ুন: ম্যাচের মাঝেই অকাল মৃত্যু, চলে গেলেন জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার 

উল্লেখ্য, বৃহস্পতিবার নতুন করে দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে ভারতে খেলতে না আসার নতুন যুক্তি খাড়া করেছে তারা। সূত্রের খবর, ওই চিঠিতে নাকি এমন মনোভাবও প্রকাশ করা হয়েছে যে, ICC খোদ বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করলেও ভারতে এসে বিশ্বকাপ খেলাটা বাংলাদেশ দলের পক্ষে সম্ভব হবে না। এক কথায়, ভারতে আসার পক্ষে হাজারটা কারণ থাকলেও বাংলাদেশ চলবে তার বিপরীতেই।

Leave a Comment