বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবারই স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগুলো ভারত। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে সামনে রেখে এবার ভারতীয় বায়ু সেনার জন্য 62,000 কোটি টাকা খরচ করে 97টি দেশীয় হালকা LCA তেজস মার্ক 1এ যুদ্ধবিমান কেনার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। গতকালই প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠক চলাকালীন মিলেছে ছাড়পত্র।
বিমানগুলি তৈরি করবে ভারতীয় সংস্থা
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রের তরফে অনুমোদন পাওয়ার পর এবার ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই 97টি তেজস মার্ক 1এ যুদ্ধবিমান তৈরি করবে। জানা যাচ্ছে, সংস্থার কাছে এটি হবে দ্বিতীয় অর্ডার। বলা বাহুল্য, কয়েক বছর আগেই 48 হাজার কোটি টাকা খরচ করে এই সংস্থার কাছেই 83টি তেজস মার্ক 1এ যুদ্ধবিমানের অর্ডার দিয়েছিল নয়া দিল্লি। এবার গেল 100 থেকে তিন কম 97 যুদ্ধবিমানের অর্ডার।
India greenlights Rs 62,000 crore Tejas Mark 1A deal; IAF to boost indigenous fleet with 97 fighter jetshttps://t.co/HpG03Beagy
via NaMo App pic.twitter.com/TiLEmwBOPm
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) August 20, 2025
পুরনো যুদ্ধবিমানগুলিকে বিদায় জানাবে ভারতীয় বায়ু সেনা!
রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই মিগ 21 পুরনো যুদ্ধ বিমানগুলিকে বিদায় জানাবে ভারতীয় বায়ু সেনা। জানা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মিগ 21 পুরনো যুদ্ধবিমানগুলিকে তুলে নেবে কেন্দ্র। বলা বাহুল্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প মেক ইন ইন্ডিয়ার হাত ধরে নতুন যুদ্ধ ইমান তৈরির এই বিরাট পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ও এয়ার হেডকোয়ার্টার। বিশেষজ্ঞ মহলের দাবি, এই প্রকল্পের হাত ধরে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবসার সুযোগ পাবে। লাভবান হবেন অনেকেই।
ভবিষ্যতে যুদ্ধবিমানের বড় অর্ডার পেতে চলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড
একাধিক বিশ্বস্ত সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া প্রকল্পের হাত ধরে ভারতীয় বায়ু সেনার একের পর এক যুদ্ধ বিমানের অর্ডারের পর আগামী দিনে আরও বেশি সংখ্যক যুদ্ধবিমান তৈরির অর্ডার পেতে পারে সংস্থাটি। আশা করা হচ্ছে, আগামী কিছু বছরের মধ্যেই HAL আরও 200টি তেজস মার্ক 2 এবং একাধিক পঞ্চম প্রজন্মের উন্নত মাঝারি যুদ্ধবিমানের অর্ডার পেতে পারে।
অবশ্যই পড়ুন: শুভাশিসের চোট নিয়ে মোহনবাগানের সঙ্গে দ্বন্দ্ব ফেডারেশনের!
উল্লেখ্য, প্রথমবারের মতো ভারতীয় বায়ুসেনার জন্য 97টি তেজস মার্ক 1এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন তৎকালীন এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। স্পেন সফরকালে এক ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় বায়ুসেনার জন্য 97টি উন্নত প্রযুক্তির তেজস মার্ক 1এ যুদ্ধ বিমান কেনর ইঙ্গিত দিয়েছিলেন তিনিই।