সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল জগতে আমূল বদল ঘটবে ভারতের। গুগলের পর এবার রিলায়েন্সের উদ্যোগে গঠিত ডিজিটাল কানেক্সিয়ন ভারতের মাটিতেই দেশের অন্যতম বৃহত্তম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টার (AI Data Center in India) গড়ে তুলতে চলেছে। জানা গিয়েছে, এই মেগা প্রকল্পের জন্য আগামী পাঁচ বছরে মোটামুটি 1100 কোটি মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 98 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।
বিশাখাপত্তনমে তৈরি হবে 1 গিগাওয়াটের এআই ডেটা সেন্টার
একাধিক রিপোর্ট অনুযায়ী খবর, অন্ধ্রপ্রদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে এবার ডিজিটাল কানেক্সিয়ন গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত করেছে। কোম্পানির দেওয়া বিবৃতি অনুযায়ী, 400 একর জমিতে এই এআই ডেটা সেন্টার তৈরি হবে, যার ক্ষমতা হবে 1 গিগাওয়াট। তবে এই প্রকল্পটি শেষ করতে মোটামুটি পাঁচ বছর সময় লাগবে। আর এই সেন্টারের মূল লক্ষ্য হবে ভবিষ্যতের এন্টারপ্রাইস প্রযুক্তির জন্য ফিউচার রেডি এইআই সার্ভিস প্রদান করা।
উল্লেখ্য, এর আগে মার্কিন টেক জায়ান্ট গুগল বিশাখাপত্তনমে নতুন এআই-ভিত্তিক ডেটা সেন্টার এবং এআই হাব গড়ে তোলার ঘোষণা করেছে। আর সেখানে মোট 1500 কোটি টাকা বিনিয়োগ করবে গুগল। উল্লেখ্য, রিলায়েন্সের ডিজিটাল কানেক্সিয়ন এই এআই ভিত্তিক ডেটা সেন্টারের মাধ্যমে ভারত-এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইঞ্জিনিয়ারিং ডেটা প্রসেসিং এবং গ্লোবাল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে।
আরও পড়ুন: রেকর্ড Ertiga-র! ২০২৫-২৬ অর্থবর্ষে কোন গাড়ি কত ইউনিট বিক্রি হল? দেখুন রিপোর্ট
কারা তৈরি করছে এই ডিজিটাল কানেক্সিয়ন?
জানা গিয়েছে, এই ডিজিটাল কানেক্সিয়ন তিনটি বড় বড় সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হবে। সেগুলি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ব্রোকফিল্ড ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল রিয়েলটি। আর এই প্রতিষ্ঠান মূলত অত্যাধুনিক এআই নির্ভর ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলবে। উল্লেখ্য, চেন্নাইতেও তাদের একটি বড় ক্যাম্পাস রয়েছে। আর সেখানে ডেটা সেন্টার চালু আছে। পাশাপাশি মুম্বাই থেকে তৈরি হচ্ছে নতুন অফিস এবং ডেটা সেন্টার ফ্যাসিলিটি। শুধু এখন সময়ের অপেক্ষা।