৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন, ফলাফল ওই দিনই! ধনখড়ের জায়গায় কে?

Vice President Election

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ অর্থাৎ উপরাষ্ট্রপতি পদের চেয়ার খালি রয়েছে। আর এ নিয়েই শুরু হয়েছে জল্পনা। কে বসবেন এই আসনে? ইতিমধ্যে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ (Vice President Election) জানিয়ে দিয়েছে। আগামী 9 সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ নির্বাচন, আর ভোট গ্রহণের দিনই ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ, ওই দিনই স্পষ্ট হয়ে যাবে যে, ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবে।

হঠাৎ পদত্যাগ উপরাষ্ট্রপতির

আসলে এই নির্বাচন আয়োজনের কারণ একেবারেই আকস্মিক। কারণ, গত 21 জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ান তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তার এই আকস্মিক পদত্যাগেই খালি হয়ে যায় দেশের শীর্ষ সাংবিধানিক পদটি। আর সংবিধান অনুযায়ী, 60 দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হয়।

উল্লেখ্য জানিয়ে রাখি, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ভারতের সংবিধানের 63 থেকে 71 নম্বর অনুচ্ছেদের মধ্যেই রয়েছে। আর এটি ভাইস প্রেসিডেন্ট রুলস 1974 অনুযায়ী সম্পন্ন হয়। সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এই পদে ভোট দেন লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা। অর্থাৎ, একটি ইলেকট্রিক্যাল কলেজের মাধ্যমে উপরাষ্ট্রপতি পদে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হবে।

কে হতে পারেন পরবর্তী উপরাষ্ট্রপতি?

এক্ষেত্রে উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে গেলে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি বয়স হতে হবে 35 বছরের বেশি এবং রাজ্যসভার কোনো সদস্যপদদের জন্য উপযুক্ত হতে হবে। এই সমস্ত যোগ্যতা পূরণ করলেই তিনি উপরাষ্ট্রপতি পদের জন্য আবেদন করতে পারেন।

উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচী

জানা যাচ্ছে, এবার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 7 আগস্ট, 2025 অর্থাৎ বৃহস্পতিবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 21 আগস্ট, 2025। মনোনয়নপত্র যাচাই করা হবে 22 আগস্ট, 2025। প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট, 2025। ভোট গ্রহণ হবে 9 সেপ্টেম্বর, 2025। আর ওই দিনই ফল প্রকাশ করা হবে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, ভোট নেওয়া হবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।

আরও পড়ুনঃ শুল্ক আরোপের মাঝেই উচিৎ শিক্ষা, ভারতের এই এক সিদ্ধান্তে মুখ পুড়ল আমেরিকার

কীভাবে অনুষ্ঠিত হবে এই ভোট গ্রহণ?

উপরাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ জনগণ ভোট দিতে পারে না। শুধুমাত্র লোকসভা আর রাজ্যসভার সদস্যরা এই নির্বাচনে অংশ নেন। প্রতিটি ভোটের পরিমাণ সমান থাকে, আর একটি তালিকাভিত্তিক প্রাধান্য অনুযায়ী প্রার্থীদেরকে বাছাই করা হয়। এতে যিনি প্রথমে নির্দিষ্ট সংখ্যক ভোট পেয়ে যাবেন, তিনিই এই পদে নির্বাচিত হবেন।

তাই এখন সকলের নজর সেই দিকেই যে, কে বসবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ আসনে! কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্বভার বহন করবেন কে? এখন দেখার 9 সেপ্টেম্বর কী হয়।

Leave a Comment