৯.২০ কোটি দিয়ে মুস্তাফিজুরকে কিনল কলকাতা, KKR-এ যোগ দিয়ে মুখ খুললেন গ্রিন

Kolkata Knight Riders bought Bangladesh Pacer Cameron Green Video Goes viral

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এর মিনি নিলামে KKR যে বাজিমাত করবে, সে কথা বোঝা গিয়েছিল আগেই। আসলে রিটেনশন তালিকা প্রকাশ করে 64 কোটি 30 লক্ষ টাকা পার্সে রেখেছিল KKR। কাজেই অন্যান্য দলগুলির তুলনায় সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রাখা দলই যে নিলামে কামাল দেখাবে সেটাই স্বাভাবিক। সেই মতোই, মঙ্গলবার ভারতীয় সময় দুপুর থেকেই নিলামে নিজেদের ক্ষমতা দেখিয়ে গিয়েছে কলকাতা (Kolkata Knight Riders)। শুরুতেই টার্গেটে রাখা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখ দিয়ে কিনে নেয় নাইট ম্যানেজমেন্ট। এবার সেই অস্ট্রেলিয়ান তারকাই নাইট শিবিরে যোগ দিয়ে মুখ খুললেন। এদিকে নিলামে লড়াই করে বাংলাদেশের মুস্তাফিজুরকে কিনে নিল কলকাতা।

KKR এ যোগ দিয়েই মুখ খুললেন গ্রিন

এবারের নিলামে তাঁর থেকে বড় অলরাউন্ডার নেই। সেই ক্যামেরন গ্রিনকেই কেনার জন্য নিলামের একেবারে শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের সাথে লড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে লড়াইটা যে নিলামের মঞ্চেই হয়েছে তেমনটা নয়। নিলাম শুরু হওয়ার আগেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে পরোক্ষভাবে গ্রিনকে কেনার বার্তা দিয়েছিল শাহরুখ খানের দল। শেষ পর্যন্ত সেটাই হল। 25 কোটি 20 লাখ টাকায় অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডারকে দলে নিয়ে রেকর্ড গরল কলকাতা।

বলা বাহুল্য, এর আগে কোনও বিদেশি ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এত দাম পাননি। শেষবারের মতো মিচেল স্টার্ককে 24.75 কোটি টাকায় কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্সই। এবার তারাই পুরনো অভ্যাস ধরে রেখে কিনলো গ্রিনকে। এদিকে KKR দলে যুক্ত হয়েই মুখ খুললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সদ্য একটি ভিডিও বার্তায় গ্রিন বললেন, “হেই কেকেআর ভক্তরা। কলকাতা নাইট রাইডার্স দলের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই দলটার হয়ে ইডেন গার্ডেন্সের কলরব মুখর পরিবেশে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি তোমাদের একটা ভাল মরসুম উপহার দিতে পারব। খুব শীঘ্রই দেখা হচ্ছে…” KKR এর অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সেই ভিডিও।

 

অবশ্যই পড়ুন: আনক্যাপড কার্তিক শর্মাকে নিয়ে কাড়াকাড়ি, KKR-র মুখের গ্রাস কেড়ে নিল CSK

বাংলাদেশের মুস্তাফিজুরকে কিনে নিল KKR

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসে ছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয় দিল্লি। ফলে স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে জায়গা পান ওপার বাংলার পেসার। আর সেখান থেকেই দর কষাকষি করে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে 9 কোটি 20 লাখ টাকা খরচ করে দলে নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসানের দেশের এই প্লেয়ারকে দলে নিতে লড়াই করতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের সাথেও।

Leave a Comment