10,000mAh ব্যাটারি, 320W ফাস্ট চার্জিং! ২৭ আগস্ট চমক দেওয়া ফোন লঞ্চ করছে Realme

Realme Smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এবার বিরাট চমক নিয়ে হাজির রিয়েলমি। হ্যাঁ, ব্র্যান্ডটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে এমন একটি স্মার্টফোন (Realme Smartphone), যাতে থাকবে 10,000mAh ব্যাটারি। শুধু তাই নয়, এই ফোনটিতে 320W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। ফলে কয়েক মিনিটের মধ্যেই ফোন ফুল চার্জ হবে। আর একবার চার্জ দিলে দুইদিন আরামসে চালানো যাবে ।

কবে আসছে এই ফোন?

ইতিমধ্যেই রিয়েলমি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি টিজার প্রকাশ করেছে। যেখানে লেখা হচ্ছে “1x000mAh battery”। অর্থাৎ, এখানে x মানে 10,000-কে নির্দেশ করা হচ্ছে বলেই ধরা হয়েছে। কোম্পানি জানিয়েছে, এই নতুন ফোনটি আগামী 27 আগস্ট ভারতের বাজারে লঞ্চ করা হবে।

উল্লেখ্য, রিয়েলমি এর আগে এবছরের শুরুতে একটি কনসেপ্ট ফোন দেখিয়েছিল, যেখানে 10,000mAh ব্যাটারি এবং 320W ফাস্ট চার্জিং ছিল। আর এবার তা বাস্তবে রূপ পেতে চলেছে। যদি এই ফোন সত্যিই 10,000mAh ব্যাটারির সঙ্গে আসে, তাহলে রিয়েলমির বড় ব্যাটারির ফোন হবে এটিই।

Realme GT7 সিরিজের ইঙ্গিত

উল্লেখ্য, এপ্রিল মাসে রিয়েলমি চীনে লঞ্চ করেছিল Realme GT7 সিরিজ, পরে তা ভারতে আনা হয়। তবে সেই সিরিজের 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। আর ভারতে তা 7000mAh ব্যাটারি ভ্যারিয়েন্ট আনা হয়। তাই অনুমান করা হচ্ছে যে, নতুন ফোনটিও হয়তো এই সিরিজেরই অংশ হতে পারে।

আরও পড়ুনঃ শুধুই কি স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়? খোলসা করলেন অমিত শাহ

ফিচার্স হিসেবে কী কী থাকবে?

যদিও আসন্ন ফোনটির স্পেসিফিকেশন এখনো কোম্পানি বিস্তারিত জানায়নি। তবে GT7 সিরিজ হিসাবে আন্দাজ করা যাচ্ছে যে, ফোনটিতে 6.78 থেকে 6.8 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে 120Hz। থাকবে শক্তিশালী MediaTek Dimensity প্রসেসর এবং সর্বোচ্চ 12GB RAM ও 512GB পর্যন্ত স্টোরেজ থাকবে। ক্যামেরা হিসেবে থাকবে 50MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো লেন্স এবং 32MP সেলফি ক্যামেরা।

Leave a Comment