সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন বাজারে আবারও বিরাট চমক দিল Honor। সংস্থাটি এবার চিনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন শক্তিশালী স্মার্টফোন Honor Power 2। জানা গিয়েছে, বিরাট ব্যাটারি, শক্তিশালী প্রসেসর আর প্রিমিয়াম ডিসপ্লের কারণে ইতিমধ্যেই টেক দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ফোনটি। সবথেকে বড় চমক এই ফোনটির ব্যাটারি। কারণ, ফোনটিতে 10,080mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। তাই যারা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্স চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প।
দাম এবং ভেরিয়েন্ট
আসলে চিনের বাজারে Honor Power 2 ফোনটি দুটি স্টোরেজের ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর সেগুলি হল 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ।
- 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 35,000 টাকা এবং
- 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 39,000 টাকা।
বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফৎ খবর, এই ফোনটি আগামী 9 জনুয়ারি থেকে অফিসিয়াল অনলাইন স্টোরে বিক্রি শুরু হবে। আর এই ফোনটি তিনটি রঙের ভেরিয়েন্টে বাজারে এসেছে। সেগুলি হল Phantom Black, Snowfield White এবং Rising Sun Orange।
ডিসপ্লে এবং ডিজাইন
রিপোর্ট অনুযায়ী, Honor Power 2 ফোনটিতে রয়েছে 6.79 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 1200 × 2640 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি ফোনটিতে HDR সাপোর্ট করে। আর চোখের সুরক্ষার জন্য এতে যুক্ত করা হয়েছে Low Blue Light, Eye Protection Mode এবং AI Defocus Vision। ফলে ডিসপ্লে নিয়ে কোনও রকম চিন্তা করার কারণ নেই।
আরও পড়ুন: জানুয়ারিতে ফের বাড়তে পারে DA, পেনশন! কতটা? সরকারি কর্মীদের জন্য বড় খবর
প্রসেসর ও সফটওয়্যার
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8500 Elite SoC চিপসেট, এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড 3.4GHz। পাশাপাশি 12GB RAM এবং সর্বোচ্চ 512GB স্টোরেজ সাপোর্ট করবে। আর সফটওয়্যার হিসেবে MagicOS 10 রয়েছে, যা Android 16 উপর ভিত্তি করেই চলবে। এমনকি এই ফোনটিতে IP66, IP68, IP69 ও IP69K রেটিং দেওয়া রয়েছে। অর্থাৎ, ধুলো বা জল থেকে সম্পূর্ণরূপে সুরক্ষা দেবে।
ক্যামেরা ফিচার্স
Honor Power 2 ফোনটিতে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, যার সঙ্গে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। সাথে 5MP আলট্রা ওয়াইড লেন্স পাওয়া যাবে। এমনকি সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকছে। আর ক্যামেরা ফিচার্সের মধ্যে নাইট মোড, টাইম ল্যাপ্স, AI ফটোগ্রাফি, ভয়েস শাটার এবং মাল্টি লেন্স ভিডিও রেকর্ডিং এর মতো ফিচার্সগুলি পাওয়া যাবে।
আরও পড়ুন: চাঁদে মানুষ পাঠানোর দিনক্ষণ জানালেন ISRO-র চেয়ারম্যান
ব্যাটারি ও চার্জিং
এই ফোনটি সবথেকে বড় চমক দিচ্ছে ব্যাটারিতে। কারণ, ফোনটিতে একটি বিশাল 10,080mAh ব্যাটারি রয়েছে, যার সাথে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাই একবার চার্জ দিলেই যে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
শুধু তাই নয়, ফোনটিতে 5G ও 4G LTE সাপোর্ট, Wi-Fi 6, Bluetooth 6, NFC, USB Type-C র মতো সব কানেক্টিভিটি রয়েছে। আর সিকিউরিটির জন্য দেওয়া রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটির ওজন মাত্র 216 গ্রাম, আর 7.98 মিলিমিটার পুরু এই ফোন। তাই যারা বাজেটের মধ্যে ধামাকাদার কোনও স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ বিকল্প।
Finally found a decent spot for esports betting! fun88esport seems to know their stuff. Good odds, plenty of games to choose from. Definitely giving them a shot. Check out fun88esport!