100GB ডেটা, আনলিমিটেড কলিং! দিনে ৯ টাকার কম খরচে রিচার্জ প্ল্যান BSNL-র

সৌভিক মুখার্জী, কলকাতা: কম খরচে ভালো রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবার মাত্র 251 টাকায় এমন সব সুবিধা (BSNL Recharge Plan) দিচ্ছে যা শুনলে আঁতকে উঠবেন আপনিও। হ্যাঁ, আনলিমিটেড কলিং থেকে শুরু করে 100GB পর্যন্ত ডেটা মিলছে এই প্ল্যানে। বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কম খরচেই ভরপুর সুবিধা

আসলে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি বরাবরই সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান দিয়ে থাকে। আর এবার যে প্ল্যানটি নিয়ে এসেছে তারা, সেটি মূলত শিক্ষার্থীদের জন্য ভেবেই তৈরি করা। এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিং তো মিলবেই। সাথে 100GB ডেটা অফার করা হচ্ছে। ফলত ব্যবহারকারীদের 28 দিন কোনওরকম চিন্তা করতে হবে না। নিশ্চিন্তে পরিষেবা উপভোগ করা যাবে।

সম্প্রতি বিএসএনএল সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই প্ল্যানটি ঘোষণা করেছে। আর এই প্ল্যানটির দাম রাখা হচ্ছে মাত্র 251 টাকা, যেখানে কোম্পানি 100GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি করে এসএমএস অফার করছে। আর এই প্ল্যানের মেয়াদ হবে 28 দিন। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, প্ল্যানটি 13 ডিসেম্বর পর্যন্তই বৈধ। তাই আগামীকালের মধ্যেই রিচার্জ করে নিতে হবে।

ব্যয়বহুল হতে পারে রিচার্জ প্ল্যান

উল্লেখ্য, জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল সহ সমস্ত টেলিকম কোম্পানি খুব শীঘ্রই রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। কারণ, গত কয়েক মাস ধরে টেলিকম কোম্পানিগুলির রাজস্ব অনেকটাই কমেছে। তা বাড়ানোর জন্যই এবার ব্যবহারকারীদের পকেটে বাড়তি চাপ ফেলতে চাইছে তারা। মনে করা হচ্ছে, প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০

তবে যদি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে অবশ্যই বিএসএনএল-এর এই 251 টাকার প্ল্যানটি ভেবে দেখতে পারেন। কিন্তু 14 নভেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্তই উপলব্ধ এই প্ল্যান। তারপরে আর রিচার্জ করতে পারবেন না। আর এই প্ল্যানটি পেতে গেলে গ্রাহকদের বিএসএনএল-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। তবে কোনওরকম সমস্যা হলে 1800-180-1503 নম্বরে কল করে বিস্তারিত জানতে পারেন।

Leave a Comment