সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরে স্মার্টফোন কেনার প্ল্যান রয়েছে? তাহলে আপনার জন্য বিরাট সুখবর। কারণ, Redmi তাদের নতুন 5G স্মার্টফোন Redmi Note 15 5G বাজারে আনতে চলেছে, যেখানে শক্তিশালী ফিচারের সঙ্গে 108MP ক্যামেরা দেওয়া থাকবে। হ্যাঁ, ইতিমধ্যেই ফোনটির স্ট্যান্ডার্ড মডেল লঞ্চ হয়েছে চিনে। এখন এবার ভারতের বাজারে তা আসার অপেক্ষা। বিস্তারিত জানার জন্য অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।
ভারতে কবে লঞ্চ হবে Redmi Note 15 5G?
টেলিকম টকের একটি রিপোর্ট অনুযায়ী, Redmi Note 15 5G ফোনটি ভারতের বাজারে আগামী 6 জানুয়ারি লঞ্চ হতে পারে। তবে Redmi এর অফিসিয়াল টিজারে ফোনটির স্লিম ডিজাইন এবং ব্যাক প্যানেলের কিছু ঝলক দেখানো হয়েছে। প্রথমে যদি আমরা দাম নিয়ে কথা বলি, তাহলে রিপোর্ট বলছে ফোনটির দাম 20,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যেই হতে পারে। মূলত মধ্যবিত্ত গ্রাহকদের লক্ষ্য রেখেই এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে।
Redmi Note 15 5G এর মূল ফিচার
এখনও পর্যন্ত পাওয়া বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে থাকবে—
ডিসপ্লে- ফোনটিতে 6.77 ইঞ্চির একটি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া থাকবে, যার রিফ্রেশ রেট হবে 120Hz। ফলে গেমিং বলুন বা সিনেমা দেখা, এই ডিসপ্লেটি বেশ উজ্জ্বলতা এবং শার্প ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
প্রসেসর- এই ফোনটিতে দেওয়ার থাকবে Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট, যা গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য সেরার সেরা পারফরমেন্স দেবে বলেই অনুমান করা হচ্ছে।
ক্যামেরা- ভারতের মডেলে Redmi Note 15 5G ক্যামেরাতে বিশাল চমক দিতে পারে। কারণ, বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ফোনটিতে 108MP প্রাইমারি ক্যামেরা থাকবে। তবে চিনের ভার্সনে ফোনটিতে 50MP প্রাইমারি দেওয়া ছিল। ফলত ক্যামেরার দিক থেকে ভারতের মডেলটি আরও শক্তিশালী হতে পারে।
ব্যাটারি এবং চার্জিং- এই ফোনটিতে 5,520mAh এর একটি সুপারফাস্ট ব্যাটারি দেওয়া হবে, যার সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
সফটওয়্যার- ফোনটি Android 16 এর উপর ভিত্তি করে HyperOS 2 অপারেটিং সিস্টেমের উপর চলবে। আর হালকা, দ্রুত এবং স্মুথ ইউজার ইন্টারফেস পাবে ফোনটিতে।
RAM এবং স্টোরেজ- রিপোর্ট অনুযায়ী, এবারের এই মডেলটিতে 8GB RAM দেওয়া থাকবে এবং সর্বোচ্চ 128GB স্টোরেজ সাপোর্ট করবে।
আরও পড়ুন: মমতার জনসভায় একের পর এক মহিলার সোনার হার চুরি, চাঞ্চল্য কৃষ্ণনগরে
এক কথায়, মধ্যবিত্তের বাজেটে এই ফোনটি হতে পারে দারুণ একটি অপশন। তাই এখন শুধুমাত্র আগামী জানুয়ারি মাসের অপেক্ষা। দেখার, ফোনটি কবে ভারতের বাজারে লঞ্চ হয়।