সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে দারুণ চমক দিয়ে আসলো Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi। সংস্থাটি এবার আনুষ্ঠানিকভাবে তাদের নতুন 5G স্মার্টফোন Redmi Note 15 5G লঞ্চ করেছে। স্টাইলিশ ডিজাইন থেকে শুরু করে শক্তিশালী ক্যামেরা আর ব্যাটারির কারণে ফোনটি ইতিমধ্যে গ্রাহকদের নজর কেড়েছে। কিন্তু কী কী ফিচার্স রয়েছে আর দাম কত রয়েছে এই ফোনের? জানুন এই প্রতিবেদনে।
Redmi Note 15 5G এর দাম এবং বিক্রি তারিখ
জানা যাচ্ছে, ভারতে Redmi Note 15 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আর প্রত্যেকটি ভেরিয়েন্টের দাম ভিন্ন ভিন্ন। সেই অনুযায়ী 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 21,999 টাকা। পাশাপাশি দামের মধ্যে ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনটি আগামী 9 জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে।
Redmi Note 15 5G এর মূল ফিচার্স
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে রয়েছে—
ডিসপ্লে- ফোনটিতে 6.77 ইঞ্চির একটি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট হবে 120Hz। ফলে গেমিং বলুন বা সিনেমা দেখা, এই ডিসপ্লেটি বেশ উজ্জ্বলতা এবং শার্প ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
আরও পড়ুন: জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? সামনে এল বড় আপডেট
প্রসেসর- এই ফোনটিতে দেওয়া রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট, যা গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য সেরার সেরা পারফরমেন্স দেবে বলেই অনুমান করা হচ্ছে।
ক্যামেরা- রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ফোনটিতে 108MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। তবে চিনের ভার্সনে ফোনটিতে 50MP প্রাইমারি দেওয়া ছিল। ফলত ক্যামেরার দিক থেকে ভারতের মডেলটি আরও শক্তিশালী হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
ব্যাটারি এবং চার্জিং- এই ফোনটিতে 5,520mAh এর একটি সুপারফাস্ট ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
আরও পড়ুন: রাজীব কুমারের পর কে হবেন নতুন ডিজিপি? রাজ্যকে সুপ্রিম কোর্টে যেতে বলল UPSC
সফটওয়্যার- ফোনটি Android 16 এর উপর ভিত্তি করে HyperOS 2 অপারেটিং সিস্টেমের উপর চলবে। আর হালকা, দ্রুত এবং স্মুথ ইউজার ইন্টারফেস পাবে ফোনটিতে।
RAM এবং স্টোরেজ- রিপোর্ট অনুযায়ী, এবারের এই মডেলটিতে 8GB RAM দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ 256GB স্টোরেজ সাপোর্ট করবে।