130GB ডেটা দিচ্ছে Vi, সহজেই করুন ক্লেম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে নিজেদের জায়গা ধরে রাখতে গ্রাহকদের জন্য একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির হচ্ছে ভোডাফোন আইডিয়া। তবে শুধুই নতুন প্ল্যান নয়, পুরনো এমন অনেক প্ল্যানে এবার নতুন নতুন অফার চালু করছে ভারতের এই অতি পরিচিত টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি।

আসলে, দেশের দুই টেলিকম নেটওয়ার্ক জায়ান্ট, Jio ও Airtel-কে টেক্কা দিতে, গ্রাহকদের অল্প টাকায় বেশি সুবিধা দিতে চাইছে Vi। আর সেই সূত্র ধরেই, আজকের প্রতিবেদনে এমন একটি প্ল্যান সম্পর্কে জানানো হবে, যেখানে প্রতিদিন আনলিমিটেড কলিং, 5G হাই স্পিড ইন্টারনেটের পাশাপাশি 12 ঘন্টা আনলিমিটেড ডেটা সহ একেবারে বিনামূল্যে 130GB 5G ডেটা পাওয়া যাচ্ছে।

এই প্ল্যানে 130GB অতিরিক্ত ডেটা দিচ্ছে Vi

ভারতের দুই টেলিকম নেটওয়ার্ক জায়ান্টের সাথে শত চেষ্টা করেও পেরে উঠছে না ভোডাফোন আইডিয়া। মূলত সেই কারণেই গ্রাহকদের দৃষ্টি নিজেদের দিকে টানতে এবার একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির হচ্ছে Vi। জানিয়ে রাখি, ভোডাফোন আইডিয়ার প্রিপেড রিচার্জ সেগমেন্টে এমন একটি প্ল্যান রয়েছে, যা একবার রিচার্জ করে নিলে প্রতিদিন 2GB করে আনলিমিটেড ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক 100 SMS এর পাশাপাশি প্রতিদিন রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট সহ বিনামূল্যে OTT সাবস্ক্রিপশনের সুবিধা পেয়ে যাবেন গ্রাহক।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, Vi তাদের এই প্ল্যানে গ্যারান্টি প্রোগ্রামের অধীনে অতিরিক্ত 130GB হাই স্পিড ডেটা দিচ্ছে। কাজেই এমন প্ল্যান হাতছাড়া করা নিতান্তই বোকামো হবে! এবার আসা যাক আসল কথায়, Vi এর 28 দিনের বৈধতা যুক্ত এই দুর্ধর্ষ প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র 365 টাকা। যা দিয়ে একেবারে আনলিমিটেড ইন্টারনেট সহ আনলিমিটেড কলিং, SMS ও OTT-র মতো একাধিক সুবিধা পেয়ে যাবেন গ্রাহক।

অবশ্যই পড়ুন: ভোলবদল রেলের! বাতিল ২৫ শতাংশের নিয়ম, ওয়েটিং লিস্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত

কীভাবে এই অতিরিক্ত ডাটা দাবি করবেন?

Vi এর গ্রাহক হয়ে থাকলে প্রথমেই Vi মোবাইল অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে 28 দিনের বৈধতা যুক্ত 365 টাকার এই প্ল্যানটি রিচার্জ করার পর ওই অ্যাপেই Vi গ্যারান্টি বিভাগটি খুঁজে বের করে সেখান থেকে অতিরিক্ত হাই স্পিড যেটা দাবি করতে পারবেন আপনি। তবে শুধুমাত্র Vi নয়, Jio এবং Airtel-ও বিভিন্ন শর্তের ভিত্তিতে আনলিমিটেড 5G ডেটা সহ একাধিক রিচার্জ প্ল্যান অফার করে।

Leave a Comment