200MP ক্যামেরা, অভাবনীয় ফিচার্স! জানুয়ারিতে আসছে Samsung Galaxy S26 Ultra

Samsung Galaxy S26 Ultra

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগ্রহী, তাদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, এবার Samsung আনল মেগা চমক। একাধিক সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী 2026 সালের জানুয়ারি মাসেই তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S26 Ultra বাজারে আসছে।

এখনও যদিও অফিসিয়ালভাবে লঞ্চ নিয়ে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি রিপোর্ট ছড়িয়ে পড়েছে, যেখানে ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন বা দাম সম্পর্কে তথ্য জানা যাচ্ছে।

কবে আসছে Samsung Galaxy S26 Ultra?

আগামী 2026 সালের জানুয়ারি মাসেই Samsung Galaxy S26 Ultra বাজারে পা রাখতে চলেছে বলে জল্পনা চলছে। একাধিক সূত্র মারফৎ খবর, ভারতের বাজারে এই ফোনটির দাম শুরু হতে পারে 1,69,990 টাকা থেকে। এই ফোনটিতে মিলবে 12GB RAM ও 256GB ইন্টার্নাল স্টোরেজ, যা হেভি ইউজারদের জন্য নিঃসন্দেহে বিরাট সুখবর।

ক্যামেরাতে দেবে চমক

Samsung Galaxy S26 Ultra-এর সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে এর ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে থাকতে পারে 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, যেখানে থাকবে সনি 10 ইঞ্চির লেন্স। আর এর সঙ্গে থাকবে 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের আরেকটি টেলিফটো লেন্স। এককথায় ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রেমিদের জন্য এই ফোনটি হতে পারে সেরাই সেরা।

ডিসপ্লে ও পারফরম্যান্স

এই ফোনটিতে থাকবে একটি 6.9 ইঞ্চির OLED ডিসপ্লে, আর রিফ্রেশ রেট 120Hz। এর ফলে ভিডিও দেখা কিংবা স্ক্রলিং বা গেম খেলার সময় মিলবে একেবারে স্মুথ পারফরম্যান্স। উল্লেখ্য, এই ফোনটি চালিত হবে Qualcomm Snapdragon 8 Elite 2 প্রসেসরে। আর এই চিপসেটের সঙ্গে থাকবে 16GB পর্যন্ত RAM এবং উন্নত মানের কুলিং সিস্টেম।

আরও পড়ুনঃ দুবাইয়ে বসে কলকাতায় প্রতারণা! ক্রিপ্টোয় বিনিয়োগের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ

যদিও ব্যাটারি সংক্রান্ত আপডেট এখনো সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে যে, এই ফোনটি ব্যাটারি এবং দ্রুত চার্জিং প্রযুক্তিতেও বিরাট চমক দেবে। এছাড়া থাকবে 5G পরিষেবা এবং ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.4 এবং অন্যান্য সব প্রিমিয়াম ফিচার্স। এখন শুধুমাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা…

Leave a Comment