সৌভিক মুখার্জী, কলকাতা: Samsung তাদের আসন্ন Samsung Galaxy S26 Ultra সিরিজ নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। আগামী বছর 2026 সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে এই ফোন। তাই লঞ্চের তারিখ যত এগিয়ে আসছে তত ফ্ল্যাগশিপ ফোনটি সম্পর্কে সাধারণ গ্রাহকদের উৎকণ্ঠা বাড়ছে। এখনও পর্যন্ত কী কী ফিচার সামনে এল? জানুন বিস্তারিত।
ডিজাইনে নজরকাড়া
বলাবাহুল্য, এবছর Samsung এর রংয়ের বিকল্পগুলি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কয়েকটি ছবি থেকে জানা যাচ্ছে, কোম্পানিটি iPhone 17 এর থেকে অনুপ্রাণিত হয়ে কিছু রং চালু করতে পারে। যার মধ্যে কমলাও রয়েছে। যদিও এই মুহূর্তে কিছু নিশ্চিত করা যায়নি। তবুও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে রংয়ের বিকল্পগুলি এবার গ্রাহকদের আকর্ষণ করবে।
স্পেসিফিকেশন কী হয়েছে?
প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy S26 Ultra এ থাকবে একটি 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত। ফলে গেমিং থেকে শুরু করে ভিডিও দেখা বা অন্যান্য যেকোনও কাজের জন্য সেরা পারফরমেন্স পাওয়া যাবে। এদিকে ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া থাকবে যা গেমিং-এর দিক থেকে সেরা। এছাড়া 16 GB LPDDR5X রাম এবং 256 GB পর্যন্ত স্টোরেজ থাকবে। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকবে। ফলে একবার চার্জ দিলে একদিন অনায়াসে কাটানো যাবে। অন্যদিকে ফোনটিতে 60W ফাস্ট চার্জিং থাকতে পারে।
ফাঁস হওয়ার এক তথ্য অনুযায়ী, ক্যামেরা সেটআপ হিসাবে ফোনটিতে দেওয়া হবে 200MP মেইন সেন্সর, 50MP আল্ট্রাওয়াইড লেন্স এবং 50MP 5x টেলিফটো লেন্স। পাশাপাশি অতিরিক্ত একটি 10MP ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। আর যদি তাই হয়, তাহলে Samsung এর এই ফোনটিও ক্যামেরার দিক থেকে সেরার সেরা পারফরমেন্স দেবে।
আরও পড়ুনঃ মৃত্যু ৪ ছাত্রের! মধ্যপ্রদেশের ভোপালে তুমুলে GenZ বিক্ষোভ
দাম কত Samsung Galaxy S26 Ultra এর?
হার্ডওয়্যারের দাম বৃদ্ধি আর প্রিমিয়াম উপকরণের জেরে Samsung এর এই মডেলটির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতে এই ফ্লাগশিপ ডিভাইসটির দাম হতে পারে মোটামুটি 1,34,999 টাকা থেকে 1,39,999 টাকার মধ্যে, যা Galaxy S25 Ultra এর থেকে কিছুটা বেশি। তবে চূড়ান্ত দাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। লঞ্চ অবধি অপেক্ষা করতে হবে।