সৌভিক মুখার্জী, কলকাতা: শাওমির সবথেকে জনপ্রিয় সিরিজগুলির মধ্যে একটি হল Redmi Note সিরিজ। আর এবার তারা ফের নতুন ফোন লঞ্চ করার পথে। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। আগামী ডিসেম্বরেই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Note 15 Pro সিরিজ। এমনটাই দাবি করল জনপ্রিয় টিপস্টার। শুধু তাই নয়, ফোনটির প্রথম বিক্রির তারিখও ইতিমধ্যে সামনে এসেছে।
কবে লঞ্চ হচ্ছে এই ফোন?
সম্প্রতি টিপস্টার অভিষেক যাদব এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসেই ভারতে Redmi Note 15 Pro সিরিজ লঞ্চ করা হবে। আর 9 জানুয়ারি থেকে শুরু হবে এই ফোনের প্রথম সেল। এছাড়াও এই মাসেই বাজারে আসতে পারে Redmi 15C স্মার্টফোনটি। বলাবাহুল্য, গত বছর ডিসেম্বর মাসে Redmi Note 14 সিরিজ এসেছিল। কিন্তু দাম বেশি হওয়ার কারণে সেই সিরিজ বাজারে খুব একটা দাপট দেখাতে পারেনি। তাই শাওমি এবার সতর্কভাবেই এগোচ্ছে।
Redmi Note 15 Pro এর স্পেসিফিকেশন কী থাকবে?
বলে রাখি, চিনে সিরিজের কয়েকটি মডেল লঞ্চ হয়েছে। কিন্তু ভারতে আসার সময় ওই মডেলে বেশ কিছু বদল আসতে পারে। জানা যাচ্ছে, Redmi Note 15 Pro+ ফোনটিতে 6.3 ইঞ্চির একটি বড় OLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে 160Hz। ফোনটিতে Snapdragon 7s Gen 4 চিপসেট থাকবে এবং 200MP প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। মূলত এত বড় ধরনের ডিসপ্লে শেষবার OnePlus Nord সিরিজে দেখা গিয়েছিল।
আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৩৫,৪০০! AIIMS-এ ১৩৮৩ শূন্যপদে গ্রুপ বি, গ্রুপ সি নিয়োগ
অন্যদিকে Redmi Note 15 Pro ফোনটিতে থাকতে পারে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর। আর এতে রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা। মূলত 25 হাজার টাকার নীচে জনপ্রিয় এই চিপসেটটি ভারতীয় বাজারের চাহিদার কথা মাথায় রেখেই আনা। তবে এতে ক্যামেরা সেন্সরে বিরাট পরিবর্তন আনা হতে পারে বলে অনুমান। তাই এখন শুধুমাত্র আগামী ডিসেম্বর মাসের অপেক্ষা। কারণ, ডিসেম্বর মাসেই এই ফ্ল্যাগশিপ ফোনদুটি বাজারে লঞ্চ হবে।