বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস লিগের আদলে শুরু হতে চলেছে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ। আগামী বছর অর্থাৎ 2026 মরসুম থেকেই এই নয়া টুর্নামেন্ট আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই মর্মে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সহ একাধিক দেশের ক্রিকেট বোর্ডগুলির সমর্থন পেয়েছে আসন্ন বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ।
মাঝে শোনা গিয়েছিল, অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি টিমগুলির পাশাপাশি ভারতের IPL দল ও পাকিস্তানের PSL দল এই নয়া প্রতিযোগিতায় অংশ নেবে। তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এল নতুন খবর। শোনা যাচ্ছে, 2026 বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপে এখনই অংশ নেবে না ভারত, পাকিস্তান কোনও দেশেরই ফ্রাঞ্চাইজি লিগের দল। কিন্তু কেন?
কেন ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে যাচ্ছে IPL, PSL দলগুলি?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি আসন্ন 2026 ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন একাধিক দেশের ফ্রাঞ্চাইজি লিগের কর্তারা। জানা যায় এ দিনের বৈঠকে, উপস্থিত হয়েছিলেন বিগ ব্যাশ লিগ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ, সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ SA20, LLC ও CPL এর আধিকারিকরা।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কোনও প্রতিনিধি এদিনের বৈঠকে উপস্থিত হননি। সূত্র বলছে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান জয় শাহর তরফে লন্ডনের বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানকে উপস্থিত থাকতে বলা হয়েছিল! কিন্তু সেই কথা রাখেননি পাক বোর্ডের কেউই। মূলত সেই কারণেই ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ল পাকিস্তান সুপার লিগের দল।
পাশাপাশি এও জানা যাচ্ছে, ওপেনিং সিজন অর্থাৎ উদ্বোধনী সিজনে ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না ইন্ডিয়ান সুপার লিগের দল। তবে আগামী দিনে IPL ফ্রাঞ্চাইজির সিদ্ধান্ত বদল হয় কিনা সেটা দেখার বিষয়। তবে আপাতত রিপোর্ট যা বলছে, আসন্ন 2026 মরসুমের নতুন ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না ভারত, পাকিস্তান কোনও দেশেরই ফ্রাঞ্চাইজি লিগ টিম।
অবশ্যই পড়ুন: এক ধাক্কায় ১০-১২% অবধি বাড়বে ফোন রিচার্জের খরচ, বড় সিদ্ধান্তের পথ Jio-Airtel
উল্লেখ্য, আসন্ন 2026 ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে মাত্র 5টি ফ্রাঞ্চাইজি লিগের দল। তালিকায় নাম থাকতে পারে, দ্য হান্ড্রেড লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, দক্ষিণ আফ্রিকার SA20, লেজেন্ডস লিগ ক্রিকেট, ও CPL-এর।