2026 IPL এ KKR-র X ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এই প্লেয়ার, ভবিষ্যদ্বাণী সুনীল নারিনের

This player could be Kolkata Knight Riders X factor in IPL 2026-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরোদমে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য তৈরি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত সিজনে একের পর এক সহজ ম্যাচে ব্যর্থ হওয়া দলটাকে নিয়ে একরাশ স্বপ্ন বুকে বেঁধে রেখেছেন বলিউড কিং শাহরুখ খান। তাই তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কামব্যাক তো বানতা হ্যা! সেই লক্ষ্যেই নিজেদের ঘর গোছাচ্ছে নাইট ফ্রাঞ্চাইজি। এক ধাক্কায় 10 জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখেছে তারাই। আর তা নিয়েই নিলামে ঝড় তুলতে নামবে KKR। তবে 16 ডিসেম্বরের মিনি নিলামের আগেই উঠে আসছে এক বড় খবর। কলকাতার দীর্ঘদিনের সঙ্গী সুনীল নারিন বলে দিলেন, 2026 IPL এ KKR এর X ফ্যাক্টর কে হবেন।

2026 IPL এ KKR এর X ফ্যাক্টর হবেন ইনি!

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যর্থতা আজীবন হৃদয়ে বিষ দাঁত হয়ে গেঁথে থাকবে নাইট ভক্তদের। 2025 IPL এ চ্যাম্পিয়ন দলটাকে পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করতে দেখেছিলেন সমর্থকরা। তবে এবার আর একই ভুল নয়। পুরনো ব্যর্থতা ঝেড়ে সর্বশক্তি দিয়ে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঝাঁপাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে তার আগে 2026 এর IPL এ KKR এর X ফ্যাক্টর কে হবেন সেটাই জানিয়ে দিলেন ক্যারিবিয়ান স্টার ওরফে নাইট তারকা সুনীল নারিন।

সম্প্রতি পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য তথা নাইটদের রহস্যময় স্পিনার অলরাউন্ডার সুনীল নারিন জানিয়েছেন, আন্দ্রে রাসেলকে অন ফিল্ড পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে মিস করবে কলকাতা। তবে 2026 এ KKR এর হয়ে ঝড় তুলতে পারেন একজন। নারিনের কথায়, “পেসার উমরান মালিক IPL 2026 সিজনে কলকাতা নাইট রাইডার্সের X ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তিনি একজন রোমাঞ্চকর বোলার। আমি মনে করি ছোট মাঠ এবং ভাল পিচের কারণে IPL এ গতি পাওয়ার ক্ষেত্রে আপনার একজন X সেক্টর প্রয়োজন। সেক্ষেত্রে আমার মনে হয় উমরান খুব ভাল পারফর্ম করবে।”

অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপে খেলবেন তো রোহিত-বিরাট? জানিয়ে দিলেন গম্ভীর

এদিন নারিন আরও বলেন, “শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাঁকে বেশ সাহসী এবং শক্তিশালী দেখাচ্ছিল। আমি মনে করি ও পারবে।” বলাই বাহুল্য, শেষবারের মতো গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 75 লাখের বেস প্রাইসে জম্মু ও কাশ্মীরের বোলার উমরানকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে চোটজনিত সমস্যার কারণে দলের সঙ্গ দিতে পারেননি তিনি। তবে এবার তাঁকে পুরোপুরি পাবে KKR। অনেকেই মনে করছেন, উমরানের বোলিং দক্ষতাকে সামনে রেখেই তাঁকে ধরে রেখেছে শাহরুখ খানের দল।

Leave a Comment