2026 IPL নিলামে সবচেয়ে বেশি দর পাবেন এই ৪ প্লেয়ার! তালিকায় KKR প্রাক্তনীও

IPL 2026 Auction these 4 players can get higher rate In mini auction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের (IPL 2026 Auction) জন্য প্রাথমিকভাবে জমা পড়েছিল 1400 জন প্লেয়ারের নাম। তবে এত জনকে তো আর নিলামে জায়গা দেওয়া সম্ভব নয়। তাই কাটছাঁট করে 350 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরবর্তীতে সেই তালিকায় ঢুকে পড়েন আরও 9 জন। সব মিলিয়ে 359 জন প্লেয়ার নিয়ে শুরু হতে চলেছে নিলাম। আর তার আগেই উঠে আসছে বেশ কয়েকটি চমকে দেওয়া রিপোর্ট। জানা গিয়েছে, 16 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মিনি নিলামে সবচেয়ে বেশি দর পেতে পারেন 4 খেলোয়াড়। কিন্তু কারা তাঁরা?

এই 4 প্লেয়ার নিলামে সবচেয়ে বেশি দর পেতে পারেন

প্রথম প্লেয়ার

16 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মেনে নিলামে যে খেলোয়াড়কে নিয়ে ঝড় উঠতে চলেছে তিনি হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অজি তারকার বিস্ফোরক ব্যাটিং এবং অনবদ্য বোলিংকে সামনে রেখে ইতিমধ্যেই তাঁকে টার্গেটে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসও নিলাম টেবিল থেকে গ্রিনকে ছো মারার অপেক্ষায়। সব মিলিয়ে এই দুই শক্তিশালী দলের দর কষাকষিতেই মোটা টাকায় বিক্রি হতে পারেন অস্ট্রেলিয়ান স্টার।

দ্বিতীয় প্লেয়ার

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 23 কোটি 75 লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সের ভিড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে বিপুল অর্থ খরচ করেও আইয়ারকে দিয়ে কাজের কাজ হয়নি। তাই শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। ফলে আসন্ন মিনি নিলামে উঠতে চলেছে তার নাম। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, নিলাম পর্বে এই প্লেয়ারের দর উঠতে পারে মোটা টাকায়। শোনা যাচ্ছে, বেশ কয়েকটি দল ইতিমধ্যেই আইয়ারকে টার্গেট করে রেখেছে। তাছাড়াও KKR ও নাকি কিছুটা কম দামে এই প্লেয়ারকে কিনতে আগ্রহী। সব মিলিয়ে, নিলামে মোটা টাকা ছাপাতে পারেন এই খেলোয়াড়।

তৃতীয় প্লেয়ার

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম কারিগর লিয়াম লিভিংস্টোনও আসন্ন নিলামে উঠতে চলেছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই তারকা ক্রিকেটারকে কিনতে ইতিমধ্যেই পরিকল্পনা ফেঁদে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। KKR ছাড়াও আরও বেশ কয়েকটি দলের নজরে রয়েছেন লিভিংস্টোন। সেক্ষেত্রে আসন্ন নিলামে তার দর যে অনেকটাই উঠবে সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: স্তম্ভিত মুখ্যমন্ত্রী! যুবভারতীতে অশান্তির পর মেসি, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মমতা

চতুর্থ প্লেয়ার

ভারতের রহস্যময় স্পিনার রবি বিষ্ণোইকে ছেড়ে দিয়ে ভুল কাজ করেছে লখনউ সুপার জায়ান্টস, এমনটাই বলছেন ক্রিকেট মহলের অনেকেই। এবার সেই ধুরন্ধর স্পিনারকে কেনার জন্য একেবারে ওত পেতে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাধিক দল। TV 9 সহ একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট দাবি করছে, 16 ডিসেম্বর আবুধাবির নিলামে এই খেলোয়াড়ের দর উঠতে পারে কোটি কোটি টাকায়।

Leave a Comment