3GB ডেটা প্রতিদিন, আনলিমিটেড কলিং! BSNL-র এই প্ল্যান আপনার পকেটের কথা ভাবে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের দুই বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio এবং Airtel-এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় কিছুতেই পেরে উঠছে না সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। মূলত সেই কারণেই নিজেদের নেটওয়ার্ক আরও উন্নত করার পাশাপাশি বিভিন্ন রিচার্জ প্ল্যানগুলিতেও বিশেষ নজর দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড।

আসলে স্বল্প মূল্যে আকর্ষণীয় রিচার্জ প্ল্যানের প্রসঙ্গ উঠলে নাম আসবে এই সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থার। কেননা, বিগত বছরগুলিতে দেশের দুই বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা যেখানে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, সেই পর্বে দাঁড়িয়ে স্বল্প মূল্যে গ্রাহকদের অতিরিক্ত সুবিধা যুক্ত রিচার্জ প্ল্যান অফার করে এসেছে BSNL। আজকের প্রতিবেদনেও তেমনই দুটি আকর্ষণীয় ও সাশ্রয়ী রিচার্জ প্ল্যানের খোঁজ রইল।

BSNL-র 84 দিনের সাশ্রয়ী রিচার্জ প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেডের সাশ্রয়ী কিন্তু আকর্ষণীয়, এমন রিচার্জ প্ল্যানের প্রসঙ্গ উঠলে প্রায় প্রথমেই নাম আসবে 599 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের। ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থার, গ্রাহকদের পকেটের কথা চিন্তা করে স্বল্প মূল্যে এই রিচার্জ প্ল্যানটিকে তাদের রিচার্জ সেগমেন্টে জায়গা দিয়েছে।

বলা বাহুল্য, গ্রাহক 599 টাকা খরচ করে এই প্ল্যানে 84 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS, দৈনিক 3GB করে মোট 252GB ডেটা সহ BSNL এক্সক্লুসিভ ওয়েবসাইট ও অ্যাপের অ্যাক্সেসের মতো একাধিক সুবিধা পেয়ে যাবেন। তবে এই প্ল্যানটি রিচার্জ করতে হলে ব্যবহারকারীকে অবশ্যই BSNL-র অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে ভিজিট করতে হবে।

 

অবশ্যই পড়ুন: সুনীলদের কোচ হতে চান বার্সেলোনার প্রাক্তন হেডস্যার জাভি, খরচের প্রশ্নেই পিছিয়ে ফেডারেশন

BSNL-র 45 দিনের রিচার্জ প্ল্যান

সম্প্রতি গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান বাজারে এনেছে BSNL। বলে রাখি, মাত্র 249 টাকার এই প্ল্যানে 45 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS ও দৈনিক 2GB করে মোট 90GB ডেটা পাবেন গ্রাহকরা।। তাছাড়াও এই সাশ্রয়ী মূল্যের প্ল্যানে BSNL BiTV OTT অ্যাপের অ্যাক্সেসও পেয়ে যাবেন আপনি। সঙ্গে রয়েছে আরও বেশ কিছু সুবিধা।

Leave a Comment