সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ইন্টারনেট দুনিয়ায় হইচই ফেলে দিল BSNL! হ্যাঁ, ব্রডব্যান্ড সংযোগে ডেটা যদি কম পড়ে যায়, তাহলে আর চিন্তার কারণ নেই। কারণ মাত্র 999 টাকায় BSNL এবার এমন একটি ব্রডব্যান্ড প্ল্যান (BSNL Plan) নিয়ে এসেছে, যার সুবিধা সম্পর্কে জানলে ভিমড়ি খাবেন আপনিও।
999 টাকায় কী দিচ্ছে BSNL?
এই প্ল্যানে ব্যবহারকারীরা 5 টেরাবাইট অর্থাৎ 5000GB পর্যন্ত ইন্টারনেট পাচ্ছে, যা 200Mbps গতিতে চলবে। সাধারণত এত পরিমাণে ডেটা এবং এত গতি অন্যান্য টেলিকম সংস্থা দিতে পারে না। তাই অফিসের মিটিং কিংবা অনলাইন ক্লাস বা সিনেমা, মিউজিক, সবকিছুই চলবে একদম ঝড়ের গতিতে।
মিলবে OTT-র ফিচার
তবে শুধুমাত্র ইন্টারনেট নয়, বরং বিনোদনের দিক থেকেও এগিয়ে থাকছে BSNL। হ্যাঁ, এই প্ল্যানে দেওয়া হচ্ছে জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলির অ্যাক্সেস। যেমন JioCinema, SonyLIV, Hungama ও EpicON।। অর্থাৎ, আপনার হাতে স্মার্টফোন থাকলেই আপনি জনপ্রিয় সব ওয়েবসিরিজ, সিনেমা, শো একদম বিনামূল্যে দেখতে পাবেন।
তবে ইন্টারনেট ও OTT তো মিলছেই। পাশাপাশি এই প্ল্যানে থাকছে আনলিমিটেড কলিং-এর সুবিধা। তবে হ্যাঁ, তার জন্য ব্যবহারকারীকে একটি ল্যান্ডলাইন ডিভাইস সংযুক্ত করতে হবে। একসময়ের ল্যান্ডলাইন পরিষেবার জন্য বিখ্যাত BSNL আবারও সেই দিকে আবারও পা বাড়াচ্ছে।
চিন্তা নেই ডেটা নিয়ে
তবে আপনি যদি প্রচুর পরিমাণ ডেটা ব্যবহার করেন, অর্থাৎ 5000GB ডেটা যদি পুরোপুরি শেষ করে ফেলেন, তাহলেও কোনো চিন্তার কারণ নেই। এর পরও আপনার ইন্টারনেট চালু থাকবে। তবে 10Mbps-এ গতি নেমে আসবে। আর এই গতি দিয়ে আপনি সাধারণ ব্রাউজিং কিংবা ইউটিউবে ভিডিও দেখা চালিয়ে যেতে পারবেন।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস, কমবে খরচও
বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্টারনেট আমাদের জীবনের সবথেকে বড় অংশ। প্রতিটি বাড়িতে, অফিসে দ্রুতগামী ইন্টারনেটের প্রয়োজন। আর সেই জায়গায় মাত্র 999 টাকায় 5000GB ডেটা সত্যিই কল্পনা করা যায় না। তার সঙ্গে আবার থাকছে OTT আর আনলিমিটেড কলিং। তাই নিঃসন্দেহে এটি গেম চেঞ্জার অফার, তা বলা চলে।