50MP ক্যামেরা, দারুণ ব্যাটারি ও প্রসেসর! তিন-তিনটি সস্তার ফোন লঞ্চ করছে Samsung

Samsung A Series Smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: যদি আপনি 2025 সালে মিড রেঞ্জ ও বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য বিরাট সুখবর। কারণ, Samsung এর নতুন A সিরিজ (Samsung A Series Smartphone) হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কোম্পানিটি 2025 সালের শুরুর দিকেই Samsung Galaxy A36 5G এবং Samsung Galaxy A56 5G মডেলদুটি লঞ্চ করেছিল। আর এখন তারা ভারতে ফের তিন-তিনটি A সিরিজের ফোন লঞ্চ করার পথে। কবে হবে লঞ্চ? কী কী ফিচার্স মিলবে?

জানা গেল, এই ফোনগুলো শুধুমাত্র নামের দিক থেকেই নয়, বরং কাজেও নজর কাড়বে। কারণ, ফোনগুলিতে 6.7 ইঞ্চির স্ক্রিন থেকে শুরু করে ধামাকাধার প্রসেসর এবং উন্নত ব্যাটারি দেওয়া রয়েছে। সাথে ক্যামেরার দিক থেকেও দিচ্ছে চমক। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব বলছে, এর মধ্যে আসন্ন Samsung Galaxy A07 5G ফোনটি বাজেটের মধ্যেই আসবে, এবং এই মাস বা পরের বছরেই ফোনটি লঞ্চ হতে পারে। আর একই সময়ে Galaxy A37 এবং Galaxy A57 আনতে পারে Samsung, এমনটাই দাবি করা হচ্ছে।

Galaxy A37 এবং Galaxy A57 এর স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই দুটি ফোনেই থাকবে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz। আর এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস হবে 1200nits পর্যন্ত। পাশাপাশি Galaxy A57 মডেলটিতে Exynos 1580 চিপসেট দেওয়া থাকবে এবং Galaxy A37 ফোনটিতে Snapdragon 6 Gen 3 বা Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া থাকতে পারে যা গেমিং থেকে শুরু করে যে কোনও ভারী কাজের জন্য সেরা পারফরমেন্স দেবে। এমনকি এই ফোনগুলিতে IP67 রেটিং থাকবে যা ধুলো বা জল থেকে সম্পূর্ণ সুরক্ষা দেবে।

এদিকে ব্যাটারি ও চার্জিং নিয়ে যদি কথা বলে, তাহলে উভয় ফোনেই থাকছে 5000mAh এর সুপারফাস্ট ব্যাটারি যা একবার চার্জ দিলে দীর্ঘক্ষণ চালানো যাবে। আর ফোনগুলোতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া থাকছে। এক কথায়, ব্যাটারি বলুন বা প্রসেসর, ফোনটি মাল্টি টাস্টিং বা গেমিং এর জন্য একেবারে সেরা। পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জন্যও দারুণ অপশন।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট! নয়া নিয়ম WBCHSE-র

ক্যামেরাতে বিরাট চমক

একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, Galaxy A57 5G ফোনটিতে এবার 50MP মেইন প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স থাকতে পারে। পাশাপাশি সামনে 12MP এর একটি সেলফি ক্যামেরা থাকবে। অন্যদিকে Galaxy A37 5G ফোনটিতে একটি 50MP মেইন ক্যামেরা, 8MP আলট্রা-ওয়াইড এবং 5MP ম্যাক্রো লেঞ্চ থাকবে। সাথে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে। তাই ক্যামেরার দিক থেকেও এই ফোনগুলি দারুণ চমক দেবে। এখন শুধু ফোনদুটি লঞ্চ হওয়ার পালা।

Leave a Comment