6000 mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা! 9999 টাকায় লঞ্চ হল Tecno-র 5G স্মার্টফোন

Tecno Spark Go 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে 5G স্মার্টফোন লঞ্চ করল Tecno। হ্যাঁ, বৃহস্পতিবার এই সংস্থাটি বাজারে এনেছে Tecno Spark Go 5G, যা শুধু দামের দিক থেকে নয়, বরং ফিচার্সের দিক থেকেও কামাল করছে। 6000mAh-এর ব্যাটারি থেকে শুরু করে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা আর দ্রুতগতির 5G কানেক্টিভিটি, সব দিয়ে এই ফোনটি একেবারে স্মার্টফোনপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে।

ডিজাইন ও ডিসপ্লে

জানা যাচ্ছে, এই ফোনটিতে 6.76 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল। এমনকি এই ডিসপ্লের রিফ্রেস রেট হবে 120Hz, যা গেমিং থেকে শুরু করে স্ক্রলিং-এ একেবারে স্মুথ পারফরম্যান্স দেবে। সবথেকে বড় ব্যাপার, ফোনটি মাত্র 7.99 মিলিমিটার পুরু আর ওজন মাত্র 194 গ্রাম। কোম্পানি দাবি করছে, এই সেগমেন্টের সবথেকে পাতলা ও হালকা 5G ফোন হতে চলেছে এটি।

প্রসেসর ও সফটওয়্যার

এই ফোনটিতে থাকবে octa-core MediaTek Dimensity 6400 চিপসেট, যা গেমিং পারফরম্যান্সে নয়া মাত্রা যোগ করবে। সঙ্গে থাকছে 4GB RAM এবং 128GB স্টোরেজ। আর এই ফোনটি Android 15 ভিত্তিক HiOS ভার্সনের উপরেই চলবে। পাশাপাশি Ella AI Assistant, AI Writing Assistant ও Google Circle to Search-এর মতো সব উন্নতমানের AI ফিচার থাকছে ফোনটিতে।

ক্যামেরা সেটআপ

ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি AI সেন্সর, যার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। পাশাপাশি এই ক্যামেরা দিয়ে 30fps-এ 2K ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি হিসেবে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে, যা এই দামের মধ্যে একেবারে সেরা।

কানেক্টিভিটি ও বিশেষ ফিচার

Tecno Spark Go 5G কোনটিতে থাকছে 4X4 MIMO টেকনোলজি। এর মাধ্যমে চারটি অ্যান্টেনা দিয়ে ডেটা ট্রান্সফার করা যাবে, যা নেটওয়ার্ক স্পিডকে প্রায় 73% পর্যন্ত বাড়বে। এমনকি সিগন্যাল না থাকলেও নির্দিষ্ট Tecno ব্যবহারকারীর সাথে কল বা মেসেজ করা যাবে। ফোনটিতে থাকছে 5G, 4G, Wi-Fi, Bluetooth, GPS কানেক্টিভিটি এবং IP64 রেটিং, যা ধুলো বা জল থেকে ফোনটিকে সুরক্ষা দেবে।

ব্যাটারি ও চার্জিং

এই ফোনটি সবথেকে বেশি চমক দিচ্ছে ব্যাটারিতে। কারণ ফোনটিতে রয়েছে 6000mAh-এর একটি বিশাল ব্যাটারি, যা 18W ফার্স্ট চার্জিং সাপোর্ট নিচ্ছে। ফলে একবার চার্জ দিলেই নিঃসন্দেহে গোটা দিন কাটানো যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ চিন-আমেরিকা দ্বন্দের মাঝে মোদির মোক্ষম চাল! এবার ভারতেই তৈরি হবে সেমিকন্ডাক্টর চিপ

দাম কত এই ফোনের?

উল্লেখ্য Tecno Spark Go 5G-এর একমাত্র 4GB RAM + 128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে মাত্র 9999 টাকা। আর এই ফোনটি আগামী 21 আগস্ট দুপুর বারোটা থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে। রঙের অপশন হিসেবে ইঙ্ক ব্ল্যাক, স্কাই ব্লু ও টারকোইজ গ্রিনের বিকল্প থাকবে। তাই বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন খুঁজলে এটিকে ভেবে দেখতে পারেন।

Leave a Comment