6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা! ১২ হাজার টাকায় ধামাকাদার ফোন লঞ্চ করছে Xiaomi

Redmi 15C 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন কিনতে চলেছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, Xiaomi এবার ভারতের বাজারে লঞ্চ করছে Redmi 15C 5G স্মার্টফোন। ইতিমধ্যেই ফোনটির কয়েকটি ফিচার প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, শক্তিশালী 6000mAh ব্যাটারি থেকে শুরু করে 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া রয়েছে ফোনটিতে। তাই বাজেটের মধ্যে এটি হতে হয়েছে সেরা বিকল্প। বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি পড়ুন।

Redmi 15C 5G এর মূল স্পেসিফিকেশন

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ফোনটিতে থাকবে 6.9 ইঞ্চির একটি ধামাকদার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি ফোনটি Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে এবং এআই ফিচার হিসেবে Circle to Search, Gemini সাপোর্ট দেওয়া থাকবে। উল্লেখযোগ্যভাবে, ফোনটি তিনটি রংয়ের ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। আর সেগুলি হল Dusk Purple, Moonlight Blue ও Midnight Black।

পারফরমেন্স এবং সফটওয়্যার

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, Redmi 15C 5G ফোনটিতে এবার MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া রয়েছে। যার ফলে মাল্টি টাস্কিং কিংবা হাই গ্রাফিক্সের গেমিং, সবকিছু একেবারে স্মুথভাবে চলবে। পাশাপাশি ফোনটিতে বিভিন্ন রকম এআই ফিচার দেওয়া রয়েছে, যা এই বাজেটের ফোনে সচরাচর দেখা যায় না।

ক্যামেরা ও ব্যাটারিতে দারুণ চমক

এই ফোনটির পিছন দিকে থাকবে একটি 50MP প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনের দিকে একটি ভালো ক্যামেরা দেওয়া হতে পারে। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এক কথায় এই ফোনটি হতে চলেছে দারুণ অপশন। তবে আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে একটি 6000mAh ব্যাটারি দেওয়া থাকবে, যার সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

আরও পড়ুন: শিক্ষক, শিক্ষকর্মীদের DA বাড়ল রাজ্য সরকার! কতটা? জারি বিজ্ঞপ্তি

দাম কত এই মডেলের?

যদিও এখনও কোম্পানির তরফ থেকে দাম সংক্রান্ত কোনও তথ্য অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, Redmi 15C 5G ফোনটির দাম শুরু হতে পারে 12,000 টাকা থেকে। আর প্রথম ভেরিয়েন্ট হিসেবে 4GB RAM এর অপশন পাওয়া যাবে। তাই যারা বাজেটের মধ্যে সেরার সেরা ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প।

Leave a Comment