সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে অবশেষে বিক্রি শুরু হল Vivo T4 Pro 5G! শক্তিশালী ব্যাটারি থেকে আধুনিক ডিজাইন আর প্রিমিয়াম ফিচার দিয়ে স্মার্টফোনপ্রেমীদের নজর কেড়েছে এই মডেল। এমনকি প্রথম বিক্রির দিনই কোম্পানি ঘোষণা করেছে এক আকর্ষণীয় অফার। জানা যাচ্ছে, 3000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে প্রথমদিকে ফোনটি কিনলে।
কত দাম এবং কোথায় পাওয়া যাবে?
Vivo-র তরফ থেকে জানানো হয়েছে। ফোনটি মূলত তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 27,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা।
তবে প্রথম সেলে গ্রাহকরা পাবে ব্যাঙ্ক অফারে 3000 টাকা ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারে 3000 টাকা ডিসকাউন্ট। আর ফোনটি Vivo-র অফিসিয়াল স্টোর এবং ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে। পাশাপাশি কালার হিসেবে দুটি অপশন থাকছে—নাইট ব্লু এবং ব্লেজ গোল্ড।
Vivo T4 Pro officially launched in India! 🇮🇳
◼️ Snapdragon 7 Gen4, LPDDR4x+ UFS 2.2
📱 6.77″ FHD+ QC 120Hz AMOLED
📷 50MP IMX882 +50MP IMX882 3x Periscope +2MP bokeh
🤳 32MP Selfie Camera
🔋 6500mAh, 90W Charging
💦 IP68+69 Rating
👉 Android 15 Based FunTouchOS 15, 4+6 years… pic.twitter.com/ufNMxgC6WA— DealBee Deals (@DealBeeOfficial) August 26, 2025
একঝলকে Vivo T4 Pro 5G-র ফিচার
ডিসপ্লে– ফোনটিতে থাকছে 6.77 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং এর পিক ব্রাইটনেস পনেরশো নিটস পর্যন্ত।
প্রসেসর– এই ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেটের উপরে বেস করে চলবে। ফলে গেমিং থেকে শুরু করে হাই গ্রাফিক্স এডিটিং, সবকিছু একেবারে চলবে স্মুথভাবে।
ব্যাটারি– ফোনটিতে থাকছে 6,500mAh এর একটি বিশাল ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া থাকছে।
স্টোরেজ– এই ফোনটি সর্বোচ্চ 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ নিয়ে বাজারে আত্মপ্রকাশ করেছে।
ক্যামেরা– ফোনটিতে পেছনের দিকে থাকবে 50MP একটি মেইন সেন্সর এবং 50MP পেরিস্কোপ। পাশাপাশি সামনে রয়েছে 32MP সেলফি ক্যামেরা।
অন্যান্য ফিচার– এই ফোনটিতে IP68/IP69 রেটিং দেওয়া থাকছে, যা জল বা ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। পাশাপাশি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI চালিত স্মার্ট ফিচার দেওয়া থাকছে।
আরও পড়ুনঃ প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! খবর চাউর হতেই মুখ খুলল হোয়াইট হাউস
উল্লেখ্য, Vivo T4 Pro 5G ফোনটির সবথেকে বড় আকর্ষণ হল 6,500mAh ব্যাটারি আর সঙ্গে 90 ওয়াটের ফার্স্ট চার্জিং, যা কয়েক মিনিটের মধ্যেই ফোন ফুল চার্জ করে দেবে। তাই যারা বেশি গেম খেলেন বা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি একেবারে সেরা বিকল্প।