সৌভিক মুখার্জী, কলকাতা: চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা Oppo আবারও ভারতের বাজারে দিল বিরাট চমক। হ্যাঁ, এবার তারা লঞ্চ করল Oppo A6x 5G। বাজেটের মধ্যে ধামাকাদার ফোন হতে চলেছে এটি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই এই ফোনটি লঞ্চ হয়েছে এবং আজ থেকেই তা বিক্রি শুরু হচ্ছে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে। বড় ব্যাটারি থেকে শুরু করে দ্রুত চার্জিং আর পারফরমেন্সে নজরকাড়া ফোন এটি। বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি পড়ুন।
দাম এবং ভেরিয়েন্ট
প্রথমেই জানিয়ে রাখি, Oppo A6x 5G ফোনটি তিনটি স্টোরেজের অপশনে বাজারে এসেছে এবং প্রত্যেকটি ভেরিয়েন্টের দাম আলাদা আলাদা। 4GB + 64GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 12,499 টাকা, 4GB + 128GB ভেরিয়েন্টের দাম 13,499 টাকা এবং 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকা।
তবে হ্যাঁ, গ্রাহকদের সুবিধার্থে কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে তিন মাসের ইন্টারেস্ট ফ্রি ইএমআই এর সুবিধা থাকছে। আর ফোনটি বর্তমানে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং Oppo ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন অফলাইন মোবাইল রিটেল আউট স্টোরেও এই ফোন উপলব্ধ।
Oppo A6x 5G এর মূল স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির একটি LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1,570 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি পিক ব্রাইটনেস 1125 নিটস পর্যন্ত।
প্রসেসর: এই ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6300 5G চিপসেট এবং Mali-G57 MC2 GPU কুলিং সিস্টেম যা দিয়ে গেমিং থেকে শুরু করে যে কোনও হাই-গ্রাফিক্সের ভিডিও বা ভারী কাজ অনায়াসে করা যাবে।
RAM এবং স্টোরেজ: ফোনটিতে সর্বোচ্চ 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া রয়েছে। তাই স্টোরেজ নিয়ে কোনওরকম চিন্তার কারণ নেই। পাশাপাশি Android 15 ভিত্তিক ColorOS 15 অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে।
ক্যামেরা: এই ফোনটিতে 13MP একটি মেইন ক্যামেরা রয়েছে, যেখানে 1080p ভিডিও রেকর্ডিং হয়। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে। তবে ছবি তোলার জন্য যথেষ্ট এই ক্যামেরা।
ব্যাটারি এবং চার্জিং: এই ফোনটিতে দেওয়া রয়েছে 6,500mAh এর একটি বিশাল ব্যাটারি। তার সঙ্গে 45W এর SuperVOOC ফাস্ট চার্জিং দেওয়া হবে। অর্থাৎ, মুহূর্তের মধ্যেই ফোনটিতে ফুল চার্জ হয়ে যাবে এবং দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে।
অন্যান্য ফিচার: এদিকে ফোনটিতে 5G, 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.4, USB Type-C, 3.5mm অডিও জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের মতো সব কানেক্টিভিটি দেওয়া রয়েছে এবং ফোনটির ওজন মাত্র 212 গ্রাম।
আরও পড়ুন: ফের অনিল আম্বানির ১১২০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল ইডি!
তাই এক কথায়, যারা বাজেটের মধ্যে ধামাকাদার কোনও ফোন খুঁজছেন যেটি ব্যাটারি থেকে শুরু করে প্রসেসর বা অন্যান্য ফিচারের দিক থেকে চমক দেবে, তাদের জন্য এটি হতে চলেছে একেবারে দারুণ অপশন।