সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোনের বাজারে আবারও চমক দিল Vivo! হ্যাঁ, তারা লঞ্চ করল Vivo V60 5G মডেল, যা ক্যামেরা ও ফিচার্সের দিক থেকে একেবারে নজরকাড়া। হ্যাঁ, মূলত বিয়ের ফটোগ্রাফি, পোর্ট্রেট শট বা ZEISS প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে এই স্মার্টফোনটি। চমক দেওয়া ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি আর নতুন AI সুবিধা সহ এই ফোনটি হতে চলেছে ফটোগ্রাফি প্রেমীদের জন্য একেবারে সেরা বিকল্প।
ডিজাইন এবং ডিসপ্লে
Vivo V60 5G ফোনটিতে রয়েছে একটি 6.77 ইঞ্চির কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস 5000 nits। পাশাপাশি ফোনটিতে রয়েছে IP68 ও IP69 রেটিং, যা জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে। আর নতুনভাবে ডিজাইন করা ক্যামেরা মডিউল ফোনটিকে যে আরো আধুনিক লুক দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
ক্যামেরা ফিচার্স
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটি একেবারে সোনায় সোহাগা। কারণ এই ফোনটিতে রয়েছে 50MP ZEISS OIS ক্যামেরা, যেখানে থাকবে Sony IMX766 সেন্সর। পাশপাশি রয়েছে 50MP ZEISS সুপার টেলিফটো লেন্স, যেখানে Sony IMX882 সেন্সর দেওয়া থাকছে। এমনকি একটি 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও থাকছে। শুধু তাই নয়, সেলফির জন্য রয়েছে একটি 50MP ZEISS গ্রুপ সেলফি ক্যামেরা। আর বিশেষ ফিচার্সের মধ্যে 10x টেলিফটো স্টেজ পোর্ট্রেট, Wedding vLog দেওয়া রয়েছে।
Vivo V60 launched in India🇮🇳
📱6.77″ FHD+ Quad-Curved 120Hz AMOLED Display
💾Snapdragon 7 Gen 4 SoC
📸50MP (Main) + 8MP (UW) + 50MP (3x Telephoto) Rear Cameras
🤳50MP Front Camera
🔋6500mAh Battery
⚡90W Wired Charging
⚙️Android 15, Funtouch OS 15Prices
8GB/128GB: Rs 36,999… pic.twitter.com/tZ3l5WnlYD— TrakinTech (@TrakinTech) August 12, 2025
পারফরম্যান্স এবং সফটওয়্যার
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর, যার সাথে সর্বোচ্চ 16GB RAM ও 512GB স্টোরেজ দেওয়া থাকছে। সফটওয়্যার হিসেবে থাকছে Funtouch OS 15, যা Android 15-এর উপর বেস করেই চলবে। পাশাপাশি চার বছরের সফটওয়্যার আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আর AI ফিচারের মধ্যে দেওয়া থাকছে AI Four Season Portrait, AI Magic Move, AI Reflection Removal-এর মতো প্রযুক্তি। ফলে গেমিং থেকে শুরু করে হেবি ইউজ কিংবা ভারী কাজ, সবকিছু একেবারে স্মুথভাবে চলবে এই ফোনে।
আরও পড়ুনঃ ১৫ আগস্টের আগে কীভাবে করবেন FASTag Annual Pass অ্যাক্টিভ? জেনে নিন সবটা
ব্যাটারি ও অন্যান্য ফিচার্স
এই ফোনটিতে দেওয়া থাকছে একটি 6500mAh-এর বিশাল ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। ফলে অল্প সময়ের মধ্যেই ব্যাটারি 100% চার্জ হয়ে যাবে। আর একবার চার্জ দিলে অনায়াসে একদিনের বেশি কাজ চালানো যাবে। পাশাপাশি ফোনটি তিনটি ভেরিয়েন্টে বাজারে আসছে। যথা- Auspicious Gold, Moonlit Blue এবং Mist Grey। আর প্রাথমিক ভেরিয়েন্ট অর্থাৎ 8GB+128GB এর দাম হবে 36,999 টাকা। আর ভারতে 19 আগস্ট থেকেই এই ফোন বিক্রি শুরু হবে।