6580mAh ব্যাটারি, দারুণ ক্যামেরা ও প্রসেসর! ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 15 Pro 5G

Redmi Note 15 Pro 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি বছরেই স্মার্টফোন বাজারে বিরাট চমক দিতে পারে Xiaomi। সংস্থার জনপ্রিয় Redmi Note সিরিজের নতুন ফোন Redmi Note 15 Pro 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। হ্যাঁ, সম্প্রতি ফোনটি Geekbench বেঞ্চ মার্কিং সাইটে এটি দেখা গিয়েছে, যা থেকে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে, খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ হবে। এমনকি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

Geekbench-এ দেখা মিলল Redmi Note 15 Pro 5G

Geekbench এর তালিকায় একটি Xiaomi স্মার্টফোন দেখা দিয়েছিল, যার মডেল 25080RABDI। সেই সূত্রে টেক বিশেষজ্ঞরা মনে করছে, এটিই হতে চলেছে Redmi Note 15 Pro 5G এর ভারতীয় ভেরিয়েন্ট। লিস্টিং অনুযায়ী, এই ফোনটিতে Android 15 অপারেটিং সিস্টেম থাকবে। পাশাপাশি 8GB RAM ও Octa-core প্রসেসর দেওয়া হবে, যা সর্বোচ্চ ক্লক স্পিড হবে 2.6GHz। আর পারফরমেন্স এবং পাওয়ার সেভিং কোরের সুবিধাও থাকবে, যাতে ব্যাটারি এবং স্পিডের ভারসাম্য বজায় থাকে। বেঞ্চমার্ক স্কোর মূলত ফোনটিকে শক্তিশালী মিড-রেঞ্জ ডিভাইস হিসেবেই তুলে ধরছে।

প্রসেসরও ও সফটওয়্যার

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বাজারে হাসা Redmi Note 15 Pro 5G ফোনটিতে থাকতে পারে MediaTek Dimensity 7400 চিপসেট, Mali-G615 MC2 GPU। আর এটি Android 15 অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে। এই কম্বিনেশন গেমিং থেকে শুরু করে যে কোনও মাল্টি টাস্কিং বা দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা পারফরমেন্স দেবে বলেই মনে করা হচ্ছে।

ডিসপ্লেতে চমক

Xiaomi গ্লোবাল ভেরিয়েন্টের মতোই ভারতে একই ডিসপ্লে স্পেসিফিকেশন রাখতে পারে বলেই খবর। এই ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 120Hz। এদিকে ডিসপ্লেটি সর্বোচ্চ 3200 nits পিক ব্রাইটনেস দেবে এবং Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া থাকবে। সেই সূত্রে ডিসপ্লেটি আউটডোর ব্যবহার এবং গেমিং দুই ক্ষেত্রেই দারুণ অভিজ্ঞতা দেবে।

ক্যামেরা কী রয়েছে?

ফটোগ্রাফি প্রেমীদের জন্য Redmi Note 15 Pro 5G ফোনটি হতে পারে দারুন আকর্ষণ। কারণ, এই ফোনটিতে 200MP একটি প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এমনকি সেলফি ও ভিডিও কলের জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। আর লো লাইট ফটোগ্রাফি, ভিডিওস স্ট্যাবিলাইজেশনে এই ফোন ভালো পারফরমেন্স দেবে বলেই মনে করা হচ্ছে।

ব্যাটারি এবং চার্জিং

ব্যাটারির দিক থেকেও Xiaomi ফোনটিতে কোনও আপস করছে না। কারণ, এই ফোনটিতে 6580mAh একটি বিশাল ব্যাটারি দেওয়া হবে, যার সাথে 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং থাকবে। তাই দীর্ঘ সময় ফোন ব্যবহার, গেমিং বা কন্টেন্ট দেখার জন্য এটি নিঃসন্দেহে সেরা বিকল্প বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: SIR শুনানি ঘিরে ভয়ংকর তাণ্ডব চাকুলিয়ায়! আগুন ধরিয়ে দেওয়া হল বিডিও অফিসে

ভারতে দাম কত হতে পারে

প্রসঙ্গত, পোল্যান্ডে ফোনটির 8GB + 256GB ভেরিয়েন্টের দাম দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় 42 হাজার টাকা। তবে সাধারণত Xiaomi ভারতীয় বাজারে অনেকটাই কম দামে ফোন লঞ্চ করে থাকে। তাই অনুমান করা হচ্ছে, ভারতে কিছুটা দাম কম হতে পারে, যাতে এই সেগমেন্টে প্রতিযোগিতা বজায় থাকে।

তবে এখনও পর্যন্ত ভারতে এই ফোন লঞ্চের ডেট ঘোষণা করা হয়নি। কিন্তু Geekbench লিস্টিং, গ্লোবাল লঞ্চ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আর এই দুটি ইঙ্গিত থেকেই মনে করা হচ্ছে, চলতি ত্রৈমাসিকের মধ্যেই ভারতে এই ফোনটি লঞ্চ হবে।

Leave a Comment