6830mAh ব্যাটারি, উন্নত ফিচার্স! বাজেটের মধ্যে 5G ফোন লঞ্চ করার পথে Oppo

Oppo A6 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে এবার বিরাট চমক দিল চায়না সংস্থা Oppo। হ্যাঁ, এবার সামনে আসল কোম্পানির আসন্ন এক নতুন স্মার্টফোন। সম্প্রতি চীনের TENAA সার্টিফিকেশন ডেটাবেসে একটি নতুন ডিভাইস ধরা পড়েছে, যার মডেল নম্বর PLS120। অনুমান করা হচ্ছে যে, এই হ্যান্ডসেটটি খুব সম্ভবত Oppo A6 5G নামেই বাজারে আসতে পারে।

কেমন হবে এই নতুন মডেলটি?

এখনো পর্যন্ত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে 1080×2372 পিক্সেল। পাশাপাশি ডিসপ্লেটিতে সাপোর্ট করবে 10-bit রঙ। অর্থাৎ, ডিসপ্লের ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হবে গ্রাহকদের কাছে আরও বেশি স্পষ্ট এবং রঙিন।

তবে স্টোরেজের ক্ষেত্রে থাকছে বিরাট চমক। কারণ ফোনটি আসবে 8GB ও 12GB RAM ভ্যারিয়েন্টে। এমনকি সঙ্গে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। এদিকে প্রসেসর হিসেবে 2.4GHz অক্টা-কোর চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। তবে সঠিক নাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

থাকছে উন্নত ক্যামেরা

ফটোগ্রাফারদের জন্য রয়েছে এই ফোনটিতে বিরাট চমক। কারণ এই ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকবে। এছাড়া 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। আর সেলফি বা ভিডিও কল ব্যবহারকারীদের জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারিতে চমক

তবে এই নতুন মডেলটি সবথেকে বেশি চমক দিচ্ছে তার ব্যাটারিতে। কারণ এই ফোনে থাকবে 6830mAh একটি বিরাট ব্যাটারি, যা একবার চার্জ দিলেই দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে। অথচ ব্যাটারি এত বড় হলেও ফোনের ওজন মাত্র 185 গ্রাম। উল্লেখ্য, ফোনটি মোটামুটি ডার্ক ব্লু ফিনিশেই আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ নিমেষে গুঁড়িয়ে দেবে শত্রুর হামলা, মাল্টিপল এয়ার ডিফেন্স পরীক্ষায় বড় সফলতা DRDO-র

সুরক্ষা অন্যান্য ফিচার্স

বলে দিই, বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সঙ্গে থাকবে ফেস রিকগনিশন, ডুয়াল সিম সাপোর্ট এবং আরো বেশ কিছু আধুনিক ফিচার্স। পাশাপাশি IP68 রেটিং থাকতে পারে, যা জল এবং ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে।

উল্লেখ্য, এখনো পর্যন্ত Oppo-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফোনটি লঞ্চের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে, খুব শীঘ্রই ফোনটি চীনের বাজারে আত্মপ্রকাশ করবে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশেও ফোনটি লঞ্চ হবে।

Leave a Comment