7000mAh ব্যাটারি, দারুণ প্রসেসর! বাজেটের মধ্যে ২০ নভেম্বর লঞ্চ হচ্ছে Lava Agni 4

Lava Agni 4

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, আগামী 20 নভেম্বর বাজারে আসছে Lava Agni 4 স্মার্টফোন। এমনকি কোম্পানির তরফ থেকে টিজারের মাধ্যমে ফোনটির লুক ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে। বিস্তারিত জানতে হলে অবশ্যই চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

প্রসেসরে দারুণ চমক

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি টিজার সম্প্রতি সামনে এসেছে। সেই অনুযায়ী জানা যাচ্ছে, Lava Agni 4 ফোনটিতে MediaTek Dimensity 8350 প্রসেসর দেওয়া হচ্ছে। আর এটি লাভা ফোনের সবথেকে শক্তিশালী চিপসেট। আর এই ফ্ল্যাগশিপ প্রসেসর মূলত গেমিং থেকে শুরু করে যে কোনও ভারী কাজের জন্য সেরা পারফরমেন্স দেবে।

এদিকে Lava Agni 4 ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেমের দুটি অসাধারণ Lunar Mist এবং Phantom Black কালার অপশনে বাজারে লঞ্চ করা হচ্ছে। এমনকি ফোনটির রেয়ার প্যানেলে হরিজেন্টাল শেপের ডুয়াল ক্যামেরা মডেল থাকতে পারে। পাশাপাশি ফোনটিতে 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এছাড়া ডানদিকের ফ্রেমে ভলিউম ও পাওয়ার বাটনের পাশাপাশি একটি এক্সট্রা কনফিগারেবল বাটন দেওয়া থাকবে।

ডিসপ্লে কী রয়েছে?

Lava Agni 4 ফোনটিতে পাওয়া যাবে একটি 6.8 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এমনকি এই ফোনটিতে নিয়র স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে জানানো হয়নি যে, এই ফোনটি Android 15 না কি Android 16 অপারেটিং সিস্টেমের উপর চলবে।

এদিকে ফোনটিতে দেওয়া রয়েছে 7000mAh এর বিরাট ব্যাটারি। তাই ব্যাটারির দিক থেকে দারুণ চমক দিচ্ছে এই ফোন। যদিও কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত ফাস্ট চার্জিং সম্পর্কে সেরকম কোনও ফিচার জানানো হয়নি। কিন্তু জানা যাচ্ছে, ফোনটিতে 65W বা তার বেশি ফাস্ট চার্জিং থাকতে পারে।

আরও পড়ুনঃ মিলবে ১২,০০০! আবেদন শুরু পশ্চিমবঙ্গ সরকারের সহানুভূতি স্কলারশিপে, কী কী লাগবে জানুন

দাম কত এই মডেলের?

যদিও বর্তমানে ফোনের অফিসিয়াল নাম সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, ভারতের বাজারে Lava Agni 4 ফোনটি মোটামুটি 20 হাজার টাকার কাছাকাছি লঞ্চ হতে পারে। ফলে মিড বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটি হতে পারে সেরার সেরা বিকল্প। যারা স্বল্প দামে ভালো ফিচারসহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্যই এটি পারফেক্ট অপশন।

Leave a Comment