সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সংবাদ। খুব শীঘ্রই OnePlus তাদের ফ্ল্যাগশিপ ফোন OnePlus 15 বাজারে আনতে চলেছে। আর এই ডিভাইসটি শুধুমাত্র বড় ব্যাটারির দিক থেকে নয়, বরং সর্বাধুনিক Snapdragon প্রসেসর আর উন্নত ক্যামেরা মডেল সহ বাজারে আসতে চলেছে। যদিও সংস্থাটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে সম্প্রতি নানান রকম রিপোর্টে এই ফোনের বিস্তারিত তথ্য জানা যাচ্ছে।
নতুন ডিজাইন এবং ক্যামেরা
চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-এ প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে OnePlus 15-এর ক্যামেরা মডেল সম্পূর্ণরূপে নতুন। বুলেট আকৃতির একটি প্রধান লেন্স থাকছে, পাশে দুটি গোলাকার কাটআউট রয়েছে। আর এটি সম্ভবত ফ্ল্যাশ এবং অন্য একটি লেন্সের জন্যই। সূত্র মারফৎ খবর, ফোনে 50MP তিনটি ক্যামেরা হতে পারে। আর এই নতুন ডিজাইন আগের OnePlus 13-এর থেকে ভিন্ন হলেও OnePlus 13s-এর সঙ্গে সামান্য মিল দেখা যেতে পারে।
OnePlus 15 pic.twitter.com/6ZIPswdaiS
— OnePlus Club (@OnePlusClub) September 22, 2025
সম্ভবত স্পেসিফিকেশন
জানা যাচ্ছে, নতুন এই ফোনে থাকবে 6.78 ইঞ্চির একটি OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 165Hz এবং এতে LTPO প্যানেল ব্যবহার করা হতে পারে। প্রসেসরের দিক থেকে এটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5-এর অত্যাধুনিক চিপসেটের মাধ্যমে চলবে। আর ব্যাটারির ক্ষেত্রে ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে 7,000mAh এর একটি ব্যাটারি, যা 120W চার্জিং সাপোর্ট নেবে। এমনকি এই ফোনটি OxygenOS 16 (Android 16) এর উপর ভিত্তি করেই চলবে। তিনটি রঙেই বাজারে আসছে ফোনটি। সেগুলি হল কালো, পাপড়ি এবং টাইটানিয়াম।
লঞ্চের সময় এবং দাম
মনে করা হচ্ছে, OnePlus 15 আগামী মাসেই চিনে লঞ্চ করা হতে পারে। আর এরপর ভারত এবং আন্তর্জাতিক বাজারে ধীরে ধীরে আসতে পারে। আগামী বছরের মধ্যেই হয়তো এই ফোন ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। তবে দাম সংক্রান্ত কোনও বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত আসেনি। কিন্তু এটি OnePlus 13-এর সমান দাম হতে পারে।
আরও পড়ুনঃ BSNL-র 199 টাকার প্ল্যানে রোজ 2GB ডেটা, আনলিমিটেড কল
প্রসঙ্গত, OnePlus 15 শুধুমাত্র প্রসেসরের দিক থেকে নয়, বরং ব্যবহারিক দিক থেকেও স্মার্টফোনপ্রেমীদের জন্য দারুণ ডিভাইস হতে চলেছে। কারণ বড় ব্যাটারি, উন্নত ফিচার, ক্যামেরা আর শক্তিশালী প্রসেসরের জেরে এই প্রিমিয়াম ফোনটি বাজেটের মধ্যে দারুণ চমক দেখাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।