সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বিরাট সুখবর। কারণ, Realme খুব শীঘ্রই বাজারে লঞ্চ করছে 5G স্মার্টফোন Realme 16 Pro+ 5G। উল্লেখ্য, লঞ্চের আগেই ফাঁস হয়েছে এই ডিভাইসের স্টোরেজ ভেরিয়েন্ট, কালার অপশন এবং গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ফোনটিতে থাকতে পারে একটি 7,000mAh এর বিশাল ব্যাটারি আর দারুণ প্রসেসর। বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
Realme 16 Pro+ 5G এর RAM এবং স্টোরেজ ভেরিয়েন্ট
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোনটি এবার চারটি কনফিগারেশনে বাজারে আসতে পারে। আর সেগুলি হল 8GB + 128GB, 8GB + 256GB, 12GB + 256GB এবং 12GB + 512GB। মোদ্দা কথা, বেশি স্টোরেজের ভেরিয়েন্ট থাকায় গেমিং থেকে শুরু করে ভিডিও শুটিং বা বড় বড় ফাইল সংরক্ষণ অনায়াসে করা যাবে এই ফোনটিতে।
এদিকে Realme 16 Pro+ 5G ফোনটির সবথেকে বেশি চর্চা হচ্ছে কালার ভেরিয়েন্টকে ঘিরে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি বাজারে তিনটি ভেরিয়েন্টের রংয়ে আসতে পারে। আর সেগুলি হল Camellia Pink, Master Gold এবং Master Grey। ফলত স্টাইল ও প্রিমিয়াম লুকের দিক থেকেই রংগুলি গ্রাহকদের বেশ নজর কাড়তে পারে।
সম্ভবত স্পেসিফিকেশন কী থাকতে পারে?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, ফোনটিতে 6.78 ইঞ্চির একটি OLED ডিসপ্লে থাকবে, যার রেজুলেশন হবে 1.5K এবং রিফ্রেশ রেট 144Hz। পাশাপাশি ফোনটিতে থাকবে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে 7,000mAh এর একটি ধামাকাদার ব্যাটারি তো থাকবেই। পাশাপাশি থাকতে পারে ফাস্ট চার্জিং এর সুবিধা। আর ফোনটির সবথেকে বড় আকর্ষণ হচ্ছে 200MP ক্যামেরা, যা ফটোগ্রাফি প্রেমীদের জন্য একেবারে দারুণ বিকল্প।
আরও পড়ুন: জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে মিলবে ডবল সুবিধা, নতুন নিয়ম চালু RBI-র
প্রসঙ্গত জানিয়ে রাখি, Realme 16 Pro+ 5G ফোনটিকে এবার Realme 14 Pro+ 5G এর আপগ্রেড ভার্সন হিসেবে দেখা যাচ্ছে। কারণ, গত জানুয়ারি মাসে Realme 14 Pro+ 5G ফোন লঞ্চ হয়েছিল 29,999 টাকা থেকে, যেখানে 6.0 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে ছিল এবং প্রসেসর ছিল Snapdragon 7S Gen 3। পাশাপাশি 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 6,000mAh এর ব্যাটারি দেওয়া ছিল। ফলত, ব্যাটারি এবং ক্যামেরার দিক থেকে Realme 16 Pro+ 5G ফোনটি আগের মডেলের আপগ্রেড ভার্সন তা বলা যায়। এখন শুধু লঞ্চ হওয়ার পালা।