7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা! 20 আগস্ট বাজারে আসছে Realme P4 সিরিজ

Realme P4 Series

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন প্রেমীদের জন্য এবার দারুণ সুখবর। হ্যাঁ, জনপ্রিয় ব্র্যান্ড Realme এবার নতুন P4 সিরিজ (Realme P4 Series) বাজারে আনতে চলেছে, যার মধ্যে রয়েছে Realme P4 এবং Realme P4 Pro 5G। উল্লেখ্য, কোম্পানিটি ইতিমধ্যে ই-কমার্স প্ল্যাটফর্মে এই সিরিজের মাইক্রোপ্রেজ লাইভ করে ফেলেছে। আর এই ফোনটি ফ্লিপকার্ট, Realme স্টোর এবং অ্যামাজনে পাওয়া যাবে।

কবে আসছে বাজারে?

সম্প্রতি Realme জানিয়েছে, আগামী 20 আগস্ট ভারতের বাজারে Realme P4 Pro 5G ফোনটি লঞ্চ হবে। আর এই ইভেন্ট সরাসরি ইউটিউবে দেখা যাবে। পাশাপাশি Realme-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই ইভেন্ট দেখতে পাওয়া যাবে।

Realme P4 Pro 5G-র ফিচার্স

ডিসপ্লে- ফোনটিতে 6.77 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 144Hz এবং ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট করবে। এমনকি এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 6500 নিটস পর্যন্ত।

পারফরম্যান্স- জানিয়ে দিই, এই ফোনটি চলবে Snapdragon 7 Gen 4 চিপসেটের উপর বেস করে এবং তার সাথে Pixelworks প্রসেসর ব্যবহার করা হচ্ছে। সঙ্গে 7000 sq mm AirFlow VC কুলিং সিস্টেম থাকছে। ফলে ফোনটি হেভি ইউজ কিংবা গেমিং-এর জন্য একেবারে সেরা হতে চলেছে।

ব্যাটারি- এই ফোনটি সবথেকে বেশি চমক দিচ্ছে ব্যাটারিতে। কারণ Realme-র এই ফোনটিতে পাওয়া যাচ্ছে 7000mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি, যাতে আবার 80W ফাস্ট চার্জিং সাপোর্ট নেবে।

ক্যামেরা- ফোনটিতে থাকছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। তার মধ্যে একটি 50MP Sony IMX896 সেন্সর থাকবে, আর সেলফির জন্যও থাকবে 50MP একটি ফ্রন্ট ক্যামেরা। এমনকি এই ক্যামেরা 4K কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করতে পারবে, তাও 60fps-এ। 

আরও পড়ুনঃ পুজোর সামগ্রী বিক্রির দোকানের আড়ালে কারসাজি! বোমা মশলা-সহ গ্রেফতার তৃণমূল নেতা

দাম কত হতে পারে?

এখনো পর্যন্ত  Realme P4 Pro 5G-এর দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে যে, এই ফোনের দাম মোটামুটি 30 হাজার টাকার মধ্যেই রাখা হবে। পাশাপাশি লঞ্চের সঙ্গে বিভিন্ন অফারও দেখা যেতে পারে বলে সূত্র মারফৎ খবর। এখন শুধু 20 আগস্টের অপেক্ষা।

Leave a Comment