7500mAh ব্যাটারি, উন্নত প্রসেসর! ২৫ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Xiaomi 17 সিরিজ

Xiaomi 17 Series

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রযুক্তির দুনিয়ায় আবারও বিরাট চমক দিয়ে দিতে চলেছে Xiaomi। বহুদিন ধরে চলা আলোচনা এবার বাস্তবে রূপ নিচ্ছে। আগামী 25 সেপ্টেম্বর চিনে লঞ্চ হচ্ছে Xiaomi 17 সিরিজ (Xiaomi 17 Series)। আর এরই সঙ্গে বাজারে আসবে নতুন ট্যাবলেট সিরিজ Xiaomi Pad 8।

নামেই চমক

প্রসঙ্গত, গত বছর Xiaomi তাদের 15 সিরিজ লঞ্চ করেছিল। তবে এবার 16 সিরিজ বাদ দিয়ে সরাসরি 17 সিরিজের দিকে পা বাড়াচ্ছে। অনেকেই মনে করছে যে, এই পদক্ষেপের পিছনে কোনও মার্কেটিং স্ট্রাটেজি রয়েছে। কারণ, Apple সম্প্রতি iPhone 17 সিরিজ লঞ্চ করেছে। তাই Xiaomi-ও আর পিছিয়ে থাকতে চাইছে না।

শক্তিশালী প্রসেসর

জানিয়ে রাখি, Xiaomi 17 সিরিজে ব্যবহার করা হবে সদ্য প্রকাশিত Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। আর এটি এখনও পর্যন্ত তৈরি হওয়া সবথেকে শক্তিশালী প্রসেসর হিসেবেই মানা হচ্ছে। এর ফলে ফোনগুলি Xiaomi-র ইতিহাসে সবথেকে শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

সুপারফাস্ট ব্যাটারি আর চার্জিং

এই সিরিজ সবথেকে চমক দিচ্ছে ব্যাটারিতে। কারণ এই সিরিজের তিনটি ফোন Xiaomi 17, 17 Pro, এবং 17 Pro Max-এ থাকবে আলাদা ব্যাটারির ক্ষমতা।

  • Xiaomi 17 ফোনটিতে রয়েছে 7000mAh ব্যাটারি, যার সঙ্গে 90W ফাস্ট চার্জিং দেওয়া হবে।
  • Xiaomi 17 Pro মডেলটিতে রয়েছে 6300mAh ব্যাটারি, যার সঙ্গে 100W ফাস্ট চার্জিং দেওয়া হবে।
  • Xiaomi 17 Pro Max মডেলটিতে থাকবে 7500mAh ব্যাটারি, যার সঙ্গে 100W ফাস্ট চার্জিং দেওয়া হবে।

প্রসঙ্গত, তিনটি ফোনেই ওয়ারলেস চার্জিং সাপোর্ট নেবে। মানে চার্জের ঝামেলা থেকে আরও মুক্তি পাওয়া যাবে। উল্লেখ্য, Xiaomi-র এই নতুন সিরিজ শুধুমাত্র প্রসেসর, ব্যাটারির দিক থেকে নয়, বরং চমকও দিচ্ছে। কারণ ফোনগুলির পিছনে থাকবে সেকেন্ডারি ডিসপ্লে, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুনঃ মাঝ আকাশে বারাণসীগামী এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাকের চেষ্টা! গ্রেফতার এক যাত্রী সহ ৮

আসছে Xiaomi Pad 8 সিরিজ

শুধুমাত্র ফোনের দিক থেকে নয়, একই দিনে লঞ্চ হবে Xiaomi Pad 8 সিরিজ। আর এর মধ্যে রয়েছে Pad 8 এবং Pad 8 Pro মডেল। Xiaomi Pad 8-এ রয়েছে 11.2 ইঞ্চির একটি LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 3.2K এবং রিফ্রেশ রেট 144Hz। এই মডেলটিতে রয়েছে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 9200mAh ব্যাটারি ও 67W চার্জিং সাপোর্ট। পাশাপাশি Xiaomi Pad 8 Pro মডেলটি আরও শক্তিশালী হবে। কারণ, এতে দেওয়া হবে Snapdragon 8 Elite প্রসেসর। তাই শুধু আগামী 25 সেপ্টেম্বরের অপেক্ষা করার পালা।

Leave a Comment