7500mAh ব্যাটারি, 200MP ক্যামেরা! লঞ্চ হল Oppo Find X9 সিরিজ, জানুন দাম

Oppo Find X9

সৌভিক মুখার্জী, কলকাতা: ধামকাদার কোনও স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, সম্প্রতি Oppo দুটি ফ্লাগশিপ প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে। যেগুলি হল Oppo Find X9 এবং Oppo Find X9 Pro। কোম্পানি দাবি করছে, পারফরমেন্স থেকে শুরু করে ক্যামেরা বা অন্যান্য ফিচার্সের দিক থেকে এই ফোন আইফোনকেও টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে! বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

ডিসপ্লে এবং ডিজাইন

জানা যাচ্ছে, Find X9 ফোনটিতে রয়েছে একটি 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি পিক ব্রাইটনেস 3600 Nits পর্যন্ত। পাশাপাশি Find X9 Pro ফোনটিতে রয়েছে একটি 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 3600 Nits পর্যন্ত। এদিকে সুরক্ষার জন্য Pro মডেলটিতে রয়েছে শক্তিশালী Gorilla Glass Victus 2 প্রটেকশন এবং X9-এ রয়েছে Gorilla Glass 7i প্রটেকশন ।

পারফরমেন্স এবং সফটওয়্যার

যেমনটা খবর, দুটি ফোনেই Dimensity 9500 প্রসেসর দেওয়া রয়েছে, যার সঙ্গে 3 ন্যানোমিটার প্রযুক্তি দেওয়া। এমনকি এতে 4.21 গিগাহার্টজ হাইপারফরম্যান্স কোর দেওয়া রয়েছে। তাই গেমিং থেকে শুরু করে যেকোনও ভারী কাজের জন্য একেবারে সেরার সেরা পারফরমেন্স দেবে এই মডেলদুটি।

ক্যামেরাতে বিরাট চমক

দুটি মডেলেই এবার ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, X9 Pro মডেলটিতে 200MP টেলিফটো ক্যামেরা, 50MP মেইন ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া থাকছে। অন্যদিকে X9 মডেলটিতে 50MP মেইন ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে।

ব্যাটারি এবং চার্জিং

যেমনটা খবর, Find X9 ফোনটিতে একটি 7025mAh এর বিরাট ব্যাটারি দেওয়া রয়েছে। অন্যদিকে X9 Pro ফোনটিতে রয়েছে 7500mAh এর ব্যাটারি। আর উভয় ফোনই 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে।

দাম কত এই মডেলের?

যেমনটা খবর পাওয়া যাচ্ছে, Oppo Find X9 মডেলের—

  • 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 74,999 টাকা।
  • 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 84,999 টাকা।

আরও পড়ুনঃ অত্যাধুনিক চিপ, স্ক্যানেই ঝামেলা শেষ! কেমন হবে ভবিষ্যতের পাসপোর্ট? প্রকাশ্যে প্রথম ঝলক

এদিকে Oppo Find X9 Pro মডেলের একমাত্র 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। যার দাম 1,09,999 টাকা। তাই যারা বেশি বাজেটের মধ্যে ধামাকাদার ফোন খুঁজছেন তাদের জন্য এই মডেলদুটি এক কথায় সেরার সেরা অপশন।

Leave a Comment