7500mAh ব্যাটারি, 50MP ক্যামেরা! বাজেটের মধ্যে ধামাকাদার ফোন লঞ্চ করল iQOO

iQOO Neo 11

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি বাজেটের মধ্যে সেরা পারফরমেন্সের কোনও ফোন খুঁজছেন? ভালো ব্যাটারি, উন্নত প্রসেসর ও সেরা ক্যামেরাযুক্ত স্মার্টফোন চান? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ, iQOO সম্প্রতি তাদের iQOO Neo 11 মডেল লঞ্চ করেছে, যেটিতে পাওয়া যাচ্ছে 7500mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং গেমিং প্রসেসর। বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনে।

কী কী ফিচার্স পাওয়া যাচ্ছে iQOO Neo 11-এ?

বলে রাখি, iQOO Neo 11 ফোনটি বর্তমানে চিনে লঞ্চ করেছে কোম্পানি। খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হতে পারে বলে অনুমান। তবে কোম্পানিটি এখনও পর্যন্ত ভারতে লঞ্চ সম্পর্কে কোনওরকম তথ্য দেয়নি। কিন্তু ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কিত যা তথ্য পাওয়া গিয়েছে সেগুলি হল

ডিসপ্লে- এই ফোনটিতে পাওয়া যাবে একটি 6.82 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশে রেট 144Hz।

প্রসেসর- ফোনটি Qualcomm Snapdragon 8 Elite প্রসেসরের উপর বেস করে চলবে যা গেমিং থেকে শুরু করে যে কোনও ভারী কাজ বা এডিটিং এর জন্য একেবারে সেরা পারফরমেন্স দেবে। এমনকি গেমিংয়ের জন্য Q2 চিপও দেওয়া রয়েছে।

ক্যামেরা- ফোনটিতে পাওয়া যাবে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP সেকেন্ডারি লেন্স। পাশাপাশি সেলফি প্রেমীদের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকছে।

ব্যাটারি- এই ফোনটি সবথেকে বড় চমক দিচ্ছে ব্যাটারিতে। কারণ, ফোনটিতে দেওয়া রয়েছে একটি 7500mAh এর দারুণ ব্যাটারি, যার সঙ্গে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফোনটিতে ফুল চার্জ হয়ে যাবে।

অন্যান্য ফিচার- এই ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট করবে। পাশাপাশি ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6 অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে।

রং- এই ফোনটি মূলত চারটি রংয়ের বিকল্পে বাজারে লঞ্চ করা হয়েছে। আর সেগুলি হল উইন্ড, গ্লোয়িং হোয়াইট, পিক্সেল অরেঞ্জ এবং শ্যাডো ব্ল‍্যাক।

RAM এবং স্টোরেজ- ফোনটির সর্বোচ্চ ভেরিয়েন্টে 16GB RAM ও 1TB স্টোরেজ থাকবে।

আরও পড়ুনঃ দিঘা ঢোকার মুখে উল্টে গেল ৫০ জন যাত্রীবোঝাই বাস! গুরুতর আহত ১২

দাম কত এই মডেলের?

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, iQOO Neo 11 এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটির দাম ভারতীয় মুদ্রায় 32,500 টাকা। পাশাপাশি অন্যান্য ভেরিয়েন্টের মধ্যে 12GB RAM + 512GB স্টোরেজ, 16GB RAM + 256GB স্টোরেজ, 16GB RAM + 512GB স্টোরেজ এবং 16GB RAM + 1TB স্টোরেজ পাওয়া যাবে। তবে সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম 47,700 টাকা। তাই যারা সেরা পারফরমেন্সের কোনও ফোন খুঁজছেন, তাদের জন্য এটিই হতে পারে একেবারে সেরার সেরা বিকল্প।

Leave a Comment