সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন প্রেমীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, আজই বাজারে পা রাখল iQOO-এর নতুন সংযোজন iQOO Z10 Turbo+। শক্তিশালী প্রসেসর, বিরাট ব্যাটারি, ঝাঁ-চকচকে ডিসপ্লের সঙ্গে এই ফোনটিতে মিলছে দারুণ সব ফিচার্স, যা কিনা মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে একদম সেরা বিকল্প।
লঞ্চ হল iQOO Z10 Turbo+
চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে iQOO জানিয়েছিল যে, iQOO Z10 Turbo+ ফোনটি লঞ্চ হবে 7 আগস্ট, 2025। সেই সুত্রে আজকের দিনেই হবে অপেক্ষার অবসান। উল্লেখ্য, একই দিনে সংস্থাটি iQOO TWS Air 3 Pro ইয়ারবাডস এবং 10,000 mAh-এর একটি পাওয়ার ব্যাংক লঞ্চ করছে বলে জানা গিয়েছে।
ব্যাটারিতে চমক
iQOO Z10 Turbo+ ফোনটির সবথেকে বড় চমক হল এর ব্যাটারিতে। কারণ এই ফোনটিতে থাকছে 8,000 mAh-এর একটি বিরাট ব্যাটারি। সাধারণত এত বড় ব্যাটারি গেমিং বা হাই-গ্রাফিক্সের ফোনেই দেখা যায়। তাই একবার চার্জ দিলে নিশ্চিন্তে একটানা গেমিং, ভিডিও স্ট্রেমিং বা অনলাইনে কাজ করা যাবে, তা বলার অপেক্ষা রাখে না।
iQOO Z10 Turbo+ and iQOO Air TWS 3 Pro launching on August 7th in China.
Z10 Turbo+ – 8000mAh battery 🤯 and Dimensity 9400+ pic.twitter.com/hG2hQ8WbZn— Mukul Sharma (@stufflistings) July 31, 2025
প্রসেসর ও পারফরম্যান্সেও চমক
iQOO Z10 Turbo+ ফোনটিতে থাকবে MediaTek-এর সর্বাধুনিক Dimensity 9400+ চিপসেট, যা 5G সাপোর্টেড এবং হাই পারফম্যান্সের জন্য এক্কেবারে সেরা। প্রসঙ্গত, এই চিপসেটটি গ্রাফিক্স, হেভি গেমিং, মাল্টিটাস্টিং এবং এআই প্রসেসিং-এর ক্ষেত্রে সবথেকে ভালো পারফরম্যান্স দেয়।
ডিসপ্লে ও ডিজাইন
রিপোর্ট অনুযায়ী, এই ফোনটিতে থাকবে একটি 6.78 ইঞ্চির ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K। পাশাপাশি এই ডিসপ্লের রিফ্রেশ রেট 144Hz। মানে গেমিং থেকে শুরু করে স্ক্রলিং,সবই হবে একদম মসৃণ ও স্মুথভাবে। এমনকি রেন্ডার ছবি অনুযায়ী এই ফোনটির পেছনে একটি স্কোয়ার আকৃতির ক্যামেরা মডেল থাকছে, যার কোনাগুলি মসৃণ আকারে বাঁকানো থাকবে।
আরও পড়ুনঃ ফের স্থগিত হল WBJEE 2025 পরীক্ষার ফল প্রকাশ! কবে বেরোবে রেজাল্ট?
ক্যামেরা সেটআপ
জানিয়ে রাখি, এই ফোনের পেছনে থাকবে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্স। পাশাপাশি সেলফির জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর এই ক্যামেরা সেটআপে সাধারণ ফটোগ্রাফি থেকে শুরু করে ভিডিওগ্রাফিতে সেরা পারফরম্যান্স পাওয়া যাবে।
তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো, iQOO Z10 Turbo+ ফোনটি বাজারে এসেছে তিনটি আকর্ষণীয় রঙের ভেরিয়েন্টে। হ্যাঁ, পোলার গ্রে, ক্লাউড হোয়াইট এবং ডেজার্ট রঙের অপশন থাকবে। পছন্দ অনুযায়ী ব্যবহারকারীরা যেকোনো একটি মডেল বেছে নিতে পারবে। তাই যারা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন খুঁজছেন, যা পারফরম্যান্সে চমক দেবে, তারা এই ফোনটিকে ভেবে দেখতে পারেন।