সৌভিক মুখার্জী, কলকাতা: এবার গেমিং স্মার্টফোন সেগমেন্টে পা বাড়াতে চলেছে OnePlus। সংস্থার আসন্ন নতুন স্মার্টফোন OnePlus Turbo নিয়ে ইতিমধ্যে টেক দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে। কারণ, সম্প্রতি ফোনটি জনপ্রিয় বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ দেখা গিয়েছে। এমনকি সেখানে ফোনটির একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। সবথেকে বড় ব্যাপার, এই ফোনটিতে রয়েছে 9000mAh এর ব্যাটারি।
9000mAh ব্যাটারি
OnePlus Turbo এর সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে এর বিরাট 9000mAh ব্যাটারি। কারণ, বর্তমানে যেখানে বেশিরভাগ স্মার্টফোনে 5000 থেকে 6000mAh ব্যাটারি দেওয়া হয়, সেখানে OnePlus সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। জানা গিয়েছে, ফোনটিতে ব্যবহার করা হবে সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি যা সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় অনেক বেশি এনার্জি ডেনসিটি দেয়। ফলত, ফোনটি অতিরিক্ত মোটা না হলেও বড় ব্যাটারি ধারণ করতে পারবে। এমনকি চার্জিংয়ের ক্ষেত্রেও কোনওরকম সমস্যা নেই। কারণ, রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, OnePlus Turbo ফোনটিতে একটি 80W বা 100W ফাস্ট চার্জিং থাকতে পারে।
শক্তিশালী প্রসেসর
Geekbench এর রিপোর্ট অনুযায়ী, OnePlus Turbo এর মডেল নম্বর PLU110, এবং এর কোডনেম রাখা হয়েছে Volkswagen। ফোনটি চালানো হবে নতুন Snapdragon 8s Gen 4 চিপসেটের উপরেই, যার প্রাইমারি কোরের ক্লক স্পিড হবে 3.21GHz। এদিকে পারফরম্যান্স কোর অনুযায়ী সিঙ্গেল কোরে স্কোর করেছে প্রায় 2161 এবং মাল্টি কোর দাঁড়িয়েছে 6866। জানা গিয়েছে, ফোনটিতে সর্বোচ্চ 16GB RAM দেওয়া হতে পারে, আর সফটওয়্যারের দিক থেকে এটি Android 16 এর উপর বেস করে চলবে, যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ফোনটির লঞ্চ গুগলের পরবর্তী Android আপডেটের কাছাকাছি সময়ে হতে পারে।
আরও পড়ুন: কপাল পুড়বে ইউনূসের? আওয়ামী লিগের নিষেধাজ্ঞা নিয়ে বিরোধীতা করল যুক্তরাষ্ট্র
প্রসঙ্গত, OnePlus Turbo ফোনটির ডিসপ্লে দেখলে বোঝা যাবে যে, ফোনটি মূলত গেমারদের কথা মাথায় রেখেই তৈরি। কারণ, ফোনটিতে একটি 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 165Hz। বেশি পরিমাণ রিফ্রেশ রেট সাধারণত অনেক বেশি স্মার্ট অভিজ্ঞতা দেবে। তাই দ্রুতগতির গেম খেলার সময় কম মোশন ব্লার ও ফাস্ট রেসপন্সের সুবিধা মিলবে। এখন শুধু এই ফোনটি লঞ্চ হওয়ার অপেক্ষা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি।