সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল অর্থাৎ শুক্রবার টোকিয়োতে সম্পন্ন হল ভারত ও জাপানের বৈঠক (India-Japan Meeting)। উক্ত বৈঠকে শুধুমাত্র প্রযুক্তি বা বিনিয়োগই নয়, বরং মহাকাশ অভিযানের ক্ষেত্রেও এবার দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে এগোবে বলে জানানো হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপানের জাকা যৌথভাবে আসন্ন চন্দ্রযান-5 মিশনে কাজ করবে বলেই খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, জাপানের উন্নত প্রযুক্তি এবং ভারতের প্রতিভা, এই দুইয়ের সমন্বয়ে তৈরি হবে উইনিং কম্বিনেশন। হ্যাঁ, হাইস্পিড রেল থেকে শুরু করে আকাশপথ, বন্দর, জাহাজ নির্মাণ, সবক্ষেত্রেই এবার ভারত-জাপান অংশীদারিত্বে নয়া দিগন্ত খুলতে চলেছে।
মহাকাশ থেকে সমুদ্র, বিরাট পদক্ষেপ ভারত-জাপানের
উল্লেখ্য, শুধুমাত্র চন্দ্রযান-5 মিশনই নয়, বরং ভারত জাপানের সহযোগিতায় আরও বহু খাতে বিস্তৃত হচ্ছে। প্রতিরক্ষা থেকে শুরু করে সামুদ্রিক সুরক্ষা প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ আহরণ, এবার সব ক্ষেত্রেই তৈরি হবে নতুন রোডম্যাপ। এমনকি দুই দেশ একসঙ্গে সন্ত্রাসবাদ থেকে শুরু করে সাইবার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও শান্তি বজায় রাখার জন্য প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
60 হাজার কোটি টাকা বিনিয়োগ
এদিনের বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা স্পষ্ট বলেছেন, আগামী এক দশকে ভারতে অন্তত 10 মিলিয়ন ইয়েন বিনিয়োগ করা হবে, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে 60,000 কোটি টাকা। আর এই বিনিয়োগের মূল লক্ষ্য হল অবকাঠামোগত উন্নয়ন, সেমি কন্ডাক্টার উৎপাদন, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং পর্যটন খাতের প্রসার।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের ঝটকা, ফের বাড়ল সোনা-রুপোর দাম! আজকের রেট
উল্লেখ্য, জাপানের এই বিনিয়োগ ভারতের অর্থনীতির জন্য একেবারে আশীর্বাদস্বরূপ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর যে চড়া হারে শুল্ক চাপিয়েছে এবং তাতে ভারতের রপ্তানি যেভাবে ধুঁকছে, সেখানে দাঁড়িয়ে জাপানের এই পদক্ষেপ নিঃসন্দেহে আশার আলো।