সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপলের সবথেকে বড় লঞ্চ ইভেন্ট। এই বিশেষ অনুষ্ঠানের নাম রাখা হচ্ছে “Awe Dropping”, যেখানে iPhone 17 সিরিজের চার-চারটি নতুন মডেল আত্মপ্রকাশ করবে। আর সেগুলি হল—iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।
উল্লেখ্য, আগের তুলনায় এবারের মডেলগুলিতে অনেক বেশি আপগ্রেড থাকছে। এমনকি তার সঙ্গে পাল্লা দিয়ে দামও বাড়তে চলেছে। তবে ভারতের বাজারে কত টাকায় বিকোবে iPhone 17 সিরিজ? বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।
কবে লঞ্চ হবে iPhone 17?
এখনো পর্যন্ত যা রিপোর্ট, আগামী 9 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10:30 মিনিট থেকেই লঞ্চ ইভেন্ট শুরু হবে, যা সরাসরি Apple.com, Apple TV এবং অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে। আর লঞ্চের পরপরই শুরু হতে পারে প্রি-অর্ডার। পাশাপাশি বাজারে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে 18 বা 19 সেপ্টেম্বর থেকে। যদিও সঠিক তারিখ এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না।
iPhone 17-এর ফিচার
উল্লেখ্য, iPhone 17-এর ডিজাইন অনেকটাই iPhone 16 এর মতো রাখা হচ্ছে। তবে এতে যুক্ত করা হয়েছে বড় ডিসপ্লে, 120Hz ProMotion প্যানেল এবং নতুন A19 প্রসেসর। পাশাপাশি এই মডেলটি ড্যাশ Apple Intelligence সিস্টেমের মাধ্যমে চলবে। ক্যামেরার দিক থেকে যাচ্ছে 48MP একটি প্রাইমারি সেন্সর এবং 12MP আলট্রা-ওয়াইড লেন্স।
iPhone 17 Air-এর ফিচার
জানিয়ে রাখি, iPhone-এর সবথেকে পাতলা মডেল হতে চলেছে এটি। মাত্র 5.5 মিলিমিটার পুরুত্ব এই মডেলটিই এটি হতে চলেছে সবথেকে পাতলা iPhone। হ্যাঁ, সঙ্গে রয়েছে আলাদা ধরনের ক্যামেরা মডিউল এবং শক্তিশালী A19 Pro চিপসেট।
পাশাপাশি, iPhone 17 Pro ও Pro Max মডেলদুটিতে থাকবে তিনটি 48MP সেন্সর। ফলত ক্যামেরার দিক থেকে কোনো কথা হবে না। আর এই দুটি মডেলেই রয়েছে A19 Pro প্রসেসর এবং সর্বোচ্চ 12GB পর্যন্ত RAM। তবে Pro মডেলটি আকার একটু ছোট হতে পারে, আর Pro Max সবথেকে বড় ভ্যারিয়েন্ট হবে।
আরও পড়ুনঃ ভারতে ৬০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে জাপান, যৌথভাবে হবে চন্দ্রযান-৫ মিশন
ভারতের বাজারে দাম কত দাঁড়াবে?
এখনো পর্যন্ত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, iPhone 17-এর ভারতের বাজারে দাম হতে পারে 89,000 টাকা, iPhone 17 Air-এর দাম হতে পারে 99,900 টাকা, iPhone 17 Pro-এর দাম হতে পারে 1,24,900 টাকা এবং iPhone 17 Pro Max মডেলটির দাম হতে পারে 1,64,900 টাকা। এখন বাকিটা 9 তারিখই জানা যাবে।
iPhone 17 Lineup & Prices 💰📱
▪️ iPhone 17 — $799
▪️ iPhone 17 Air — $949
▪️ iPhone 17 Pro — $1,049
▪️ iPhone 17 Pro Max — $1,249Which one are you picking? 👇 pic.twitter.com/L5xcvsTi2h
— Apple Club (@applesclubs) August 1, 2025