সৌভিক মুখার্জী, কলকাতা: প্রয়াত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)? আমেরিকার 47 তম প্রেসিডেন্ট 79 বছরের ট্রাম্প। পুনরায় প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই বিভিন্নরকম কূটনৈতিক পদক্ষেপে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। ভারতের উপর শুল্ক থেকে শুরু করে বাণিজ্যিক টানাপোড়েন, সবকিছুতেই খেল দেখাচ্ছেন তিনি। তবে এর মাঝে আচমকাই রটে গেল চাঞ্চল্যকর খবর—ডোনাল্ড ট্রাম্প নাকি প্রয়াত!
আসলে কোনোরকম সংবাদসংস্থা নয়, বরং এই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর মুহূর্তের মধ্যেই ‘Trump is Dead’ ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে। এক্স হান্ডেলে তো এই বিষয়ে হাজার হাজার পোস্ট হতে শুরু হয়ে গিয়েছে।
If trump is dead i will give 2500 dollars to anyone who likes and retweet this tweet .
All the best!#TrumpIsDead pic.twitter.com/HsdMlDNYJR— Avni Kapoor (@AvniKapoor51) August 30, 2025
হোয়াইট হাউস কী বলছে?
এই গুজব যখন তুঙ্গে উঠেছে, ঠিক তখনই মুখ খুলতে বাধ্য হয় হোয়াইট হাউস। সরকারী বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবেই সুস্থ আছেন। তাঁর মৃত্যুর খবর একেবারে ভুয়ো ও বিভ্রান্তিকর। অর্থাৎ প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে যে হইচই শুরু হয়েছে, তার কোনোরকম ভিত্তি নেই।
তাহলে গুজব কীভাবে ছড়াল?
আসলে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের হাতের একটি ছবি ভাইরাল হয়, যেখানে চোট চিহ্ন দেখা যাচ্ছে। এরপর নেট নাগরিকরা জল্পনা আরো বাড়াতে থাকে। তার সঙ্গে যুক্ত হয় আরো কিছু ঘটনা। কয়েকদিন ধরেই নাকি তাঁকে জনসম্মখে দেখা যাচ্ছে না। এমনকি সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মন্তব্য করেছিলেন, প্রয়োজনে ট্রাম্পের অনুপস্থিতিতে আমি দায়িত্ব সামলাতে প্রস্তুত। তাই সবমিলিয়ে গুজব এমন জায়গায় পৌঁছয় যে, ট্রাম্প আর বেঁচে নেই।
🚨 BREAKING: Curiosity is rising: Trump hasn’t been seen in 3 days.
No public events. No appearances. Silence everywhere.
Speculation about his health & power moves grows louder…
Is it strategy or concern? 👀What do you think—is this calculated or “Where is Donald Trump” pic.twitter.com/4AvG7heGUw
— RX (@TheReal_RX) August 30, 2025
আরও পড়ুনঃ আপডেট হয়নি ১৭ কোটি পড়ুয়ার আধার, স্কুলে স্কুলে ক্যাম্প আয়োজনের নির্দেশ UIDAI-র
তবে এইসব গুজবের মাঝেই আজ ভোরবেলা ট্রাম্প নিজে তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি মার্কিন আপিল আদালতের এরকম উদ্ভট রায় নিয়ে মন্তব্য করেন। যদিও জুলাই মাসে জানা গিয়েছিল যে, তিনি ক্রনিক ভেনিয়াস ইনসাফিয়েন্সি নামক রোগে ভুগছেন, যা প্রবীণদের মধ্যে এক ধরনের বার্ধক্যজনিত সমস্যা।