বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশীদের দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন (Rahul Dravid Resignation From RR) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে আর রাজস্থানের ছেলেদের কোচিং করাতে পারবেন না তিনি। শনিবার দ্রাবিড়ের দায়িত্ব ছাড়ার খবর সমাজ মাধ্যমে জানিয়েছে RR।
কর্তৃপক্ষের অনুরোধ রাখলেন না দ্রাবিড়!
রিপোর্ট অনুযায়ী, রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে নতুন বছরের জন্য দায়িত্ব ধরে রাখার অনুরোধ করেছিলেন। তবে যা খবর, বেশ কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাজস্থান দলে নিজের পদ থেকে সরে দাঁড়ান।
আর তা নিয়েই শনিবার সমাজ মাধ্যমে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ লিখেছেন, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই আমাদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। তিনি বহু বছর আমাদের সাথে ছিলেন। তাঁর এই নেতৃত্ব একাধিক প্রজন্মের ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে।
এদিন RR এর তরফে আরও লেখা হয়, আমাদের দলে মূল্যবোধ তৈরির ক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের বড় অবদান রয়েছে। আমাদের জন্য তাঁর অবদান গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা তাঁকে আরও একবার বড় দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তবে তিনি সেই দায়িত্ব নিতে রাজি হননি। তাঁর স্মরণীয় অবদানের জন্য রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ, ক্রিকেটার এবং সমর্থকদের তরফ থেকে তাঁকে অনেক ধন্যবাদ।
অবশ্যই পড়ুন: ৩টি স্থলবন্দর পাকাপাকিভাবে বন্ধ করছে ইউনূস সরকার, কতটা ক্ষতি হবে ভারতের?
রাজস্থানে দ্রাবিড়ের দীর্ঘ যাত্রা
গতবছর অর্থাৎ 2024 সালের 6 সেপ্টেম্বর খাতায় কলমে রাজস্থান রয়্যালস দলের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তবে সেই দায়িত্ব পূরণের এক বছর না হওয়ার আগেই সরে দাঁড়ালেন তিনি। বলে রাখি, রাহুলের সাথে RR দলের সম্পর্ক দীর্ঘদিনের। 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দলের হয়েই খেলেছিলেন তিনি।
এর আগে দলটির মেন্টর হিসেবেও কাজ করেছেন দ্রাবিড়। অনেকেই হয়তো জানেন না, গত বছর রাজস্থানের দায়িত্ব নেওয়ার পরই বৈভব সূর্যবংশীকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন রাহুল। বলা চলে, তাঁর সিদ্ধান্তেই IPL এর মঞ্চ থেকে নতুন পরিচয় গড়ে তোলার সুযোগ হয়েছে বিহারের 14 বছর বয়সী ক্রিকেটারের।