বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Election 2025)। আর তা নিয়েই এখন মার মার কাট কাট অবস্থা রাজ্যটিতে। নিজের মতো করে ভোট পূর্ববর্তী প্রচার চালাচ্ছে বিরোধীরা। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, জনতা দল সহ NDA জোটের অন্যান্য সদস্যরা কার্যত বিহারের মাটি আঁকড়ে পড়ে রয়েছেন।
আসন্ন নির্বাচনে একে অপরকে জায়গা ছাড়তে রাজি নয় কেউই। এহেন আবহে, সমীক্ষায় উঠে এলো বড় তথ্য। সমীক্ষার রিপোর্ট বলছে, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ আসনে এগিয়ে থাকবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা NDA।
বিহার বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পাবে NDA জোট
টাইমস নাও-জেভিসি জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে 243টি আসনের মধ্যে 136টি আসনই দখল করবে ভারতীয় জনতা পার্টি এবং জনতা দলের NDA। সমীক্ষার রিপোর্ট বলছে, ভোটের আগে কোমর বেঁধে প্রচার করলেও কংগ্রেস, লালু প্রসাদ যাদবের পার্টি রাষ্ট্রীয় জনতা দল, সিপিএম, সিপিআই সহ অন্যান্য বাম দলগুলির মহাগঠবন্ধন 75টি আসনেই সীমাবদ্ধ থাকবে।
বলা বাহুল্য, বিহার বিধানসভা নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হয় 122টি আসন। সমীক্ষার রিপোর্ট বলছে, ম্যাজিক ফিগার ছাড়িয়ে অনেকটাই এগিয়ে যাবে NDA। তবে যদি শুধু বিজেপির প্রসঙ্গ আসে সে ক্ষেত্রে, ভারতীয় জনতা পার্টি আসন্ন বিহার নির্বাচনে শক্তিশালী নেতৃত্ব দেবে বলেই দাবি করছে ওই রিপোর্ট। বলা হচ্ছে, বিজেপি 64টি আসনে জিতবে এবং অন্যান্য 17টি আসনে এগিয়ে থাকবে।
বড়সড় ধাক্কার সম্মুখীন হতে পারেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
সমীক্ষার ওই রিপোর্ট দাবি করছে, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের JDU 29টি আসনে জয় এবং 2টি আসনে এগিয়ে থাকতে পারে। যার জেরে, নীতিশের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 31 এ। যেখানে 2020 বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের দল পেয়েছিল 43টি আসন। হিসেব করে দেখতে গেলে, সেবারও গত 71টি আসনের তুলনায় 28টি আসন কম পেয়েছিল জনতা দল। কাজেই, আসন্ন বিধানসভা নির্বাচনে নিতিশের আরও 12টি আসন কমে গেলে জনতা দলের অবস্থান আদতে দুর্বল হবে সে কথা বলাই যায়।
তেজস্বীর দলকে নিয়েও রয়েছে আশঙ্কা
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, মহাজোটের মধ্যে তেজস্বী যাদব এবং লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের মোট পরিসংখ্যান এবার আরও দুর্বল হবে বলেই ধারণা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, মহাজোটের মধ্যে লালুর দল পেতে পারে 52টি আসন। যার মধ্যে 37টি আসনে জয় এবং 15টি আসনে এগিয়ে থাকবে RJD। পুরনো কাসুন্দি ঘাটলে জানা যাবে, 2020 সালের নির্বাচনে এই রাষ্ট্রীয় জনতা দল 75টি আসন নিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছিল।
ধাক্কা খাবে কংগ্রেস সহ জোটের অন্যান্য দলগুলি?
টাইম নাও-জেসিভি সমীক্ষা অনুসারে, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের অবস্থান আরও দুর্বল হবে বলেই ধারণা করা হচ্ছে। সমীক্ষা বলছে, এবার বিহারে মাত্র 10টি আসন পেতে পারে রাহুল গান্ধীর দল। যার মধ্যে 8টি আসনে জয় এবং 2টি আসনে এগিয়ে থাকতে পারে তারা। যে সংখ্যাটা 2020 বিধানসভা নির্বাচনের তুলনায় অনেকটাই কম। এছাড়াও, সমীক্ষার ওই রিপোর্ট দাবি করছে, মহাজোটের বাম এবং বামসমর্থিত দলগুলি 13টি আসন জিততে পারে।
অবশ্যই পড়ুন: ৩টি স্থলবন্দর পাকাপাকিভাবে বন্ধ করছে ইউনূস সরকার, কতটা ক্ষতি হবে ভারতের?
প্রসঙ্গত, সমীক্ষার অঞ্চল ভিত্তিক ফলাফল বলছে, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তিরহুত অঞ্চলের মোট 49টি আসনের মধ্যে 35টি আসনই যাবে NDA-র ঝুলিতে। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস, লালুর দল সহ অন্যান্য জোট দলগুলি মিলিয়ে মোট 11টি আসন পেতে পারে মহাগঠবন্ধন। পাশাপাশি 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, বিহারের মিথিলা অঞ্চল সহ অন্যান্য বিধানসভা কেন্দ্রে আসনের নিরিখে এগিয়ে থাকবে NDA।