‘কাঠের মালা পরে চলে আসেন ভাতা নিতে!’ SC, নমশূদ্র মহিলাদের বললেন মহুয়া

Mahua Moitra

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল সাংসদ মহুয়া মিত্র (Mahua Moitra)। তাঁর সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে হিন্দু সমাজ ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে শোরগোল। অভিযোগ উঠছে, মহুয়া মিত্র নাকি সরকারি কল্যাণমূলক প্রকল্পকে দলের নিজস্ব অর্থ বলে দাবি করছেন। এমনকি তিনি হুমকি দিয়ে বলেছেন, যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, তাদেরকে তৃণমূলেই ভোট দিতে হবে।

কী বলেছেন মহুয়া মিত্র?

এদিন জনসমক্ষে মহুয়া মিত্র বলেছেন, “সারা বছর তৃণমূলে, আর ভোটের সময় সনাতনী। এটা কি অংক ভাই? আমরা 1000 টাকা লক্ষীর ভান্ডার পেলে এসসি মহিলারা 1200 টাকা লক্ষীর ভান্ডার পায়। অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে 100টা ভোট পড়লে 85টা বিজেপির পকেটে যাচ্ছে। আর বাকিটা অন্যরা পাচ্ছে। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাতা নিতে! তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।”

উল্লেখ্য এই ঘটনা এখানেই থামেনি। মহুয়া মিত্রর এই বক্তব্য হিন্দু সমাজের একাংশকে ছোট করা হয়েছে বলেই অভিযোগ উঠছে। তিনি নমশূদ্র সম্প্রদায় এবং তুলসী মালা পরিণত ভক্তদের নিয়েই কটাক্ষ করেছেন বলে অভিযোগ। ফলত রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে জন্মেছে চরম ক্ষোভ।

আরও পড়ুনঃ স্কুলে যেতেন না! SSC-র অযোগ্যদের তালিকায় নাম পার্থ ঘনিষ্ঠ TMC নেত্রী সাহিনা সুলতানার

বিরোধীদের অভিযোগ

তবে বিরোধীরা অভিযোগ করছে, মহুয়া মিত্র পুরোপুরি ভুলে গিয়েছেন যে তিনি একজন রাজনৈতিক জনপ্রতিনিধি। তাঁর সাংসদ হিসেবে মাসিক বেতন আসে সেই সাধারণ করদাতাদের টাকা থেকেই। বিরোধীরা বলছে, এই বেতন তাঁর ব্যক্তিগত কোনো সম্পদ নয়, দেশবাসীর কষ্টার্জিত অর্থ। আর সেই অর্থই তিনি সাংসদ হিসাবে পাচ্ছেন এবং সাধারণ মানুষকে ভোট দেওয়ার নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি হিন্দুদেরকে অপমান করছেন তিনি, যা একেবারে অগ্রহণযোগ্য।

Leave a Comment