সহেলি মিত্র, কলকাতাঃ হাঁসফাঁস করা গরমে নাজেহাল? বৃষ্টি কোথায় গেল ভাবছেন? দাঁড়ান দাঁড়ান, এখনই ভেঙে পড়ার কিছু নেই। আজ মঙ্গলবার থেকেই আবহাওয়ার (Weather) খেলা ঘুরে যেতে চলেছে। নতুন মাসের শুরু থেকেই ফের একবার দুর্যোগের কালো মেঘ ঘিরে ফেলতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গকে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্তমানে মৌসুমি অক্ষরেখাটি ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগরে রয়েছে। এটি আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে বলে আশঙ্কা। এর জেরে আজ থেকেই বৃষ্টির দাপট বেশ খানিকটা বেড়ে যাবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন কোথায় কোথায় দুর্যোগের সম্ভাবনা বেশি রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গে গরমের দাপট শুরু হয়েছে। সেইসঙ্গে আবার আকাশে কালো মেঘও ঘনাচ্ছে। সকলের মুখে একটাই কথা, ফের কবে ঝেঁপে বৃষ্টি নামবে? চিন্তা নেই, আজ থেকেই আপনার সেই মনস্কামনা পূর্ণ হতে চলেছে। পুজোর মাসে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। দক্ষিণবঙ্গের সঙ্গে তালে তাল মিলিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট বাড়বে। এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলায়।
আগামীকালের আবহাওয়া
বুধবারও বৃষ্টি বাড়বে ব্যাপকভাবে। এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্প, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ। দক্ষিণবঙ্গের কথা বললে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, নদীয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।