কৃশানু ঘোষ, কলকাতা: বর্ষা পেরিয়ে শরৎ এসে গেলেও, বিদায় নেওয়ার নাম নেই বর্ষার! দিন হোক কিংবা রাত, মাঝে মাঝেই আকাশ-ভাঙা বৃষ্টিতে ভাসছে রাজ্যের বিভিন্ন জেলা। আর আবহাওয়া দফতরের রিপোর্ট জানাচ্ছে, এখনও চলবে এই দুর্যোগ, কারণ রাজ্যের আকাশে অবস্থান করেছে শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট! কিন্তু, কী এই স্কোয়াল ফ্রন্ট (Squall Front)?
স্কোয়াল ফ্রন্ট কী?
মাসের প্রথম দিনেই সকাল থেকে ভ্যাপসা গরম পরিলক্ষিত হলেও, রাত যত গভীর হতে থাকে বাড়তে থাকে মেঘের আনাগোনা। আর ক্ষণিকের মধ্যেই ব্যাপক বৃষ্টিপাতে ভেসে যায় কলকাতার একাধিক জায়গা। বলা হচ্ছে, এই হঠাৎ করেই আকাশ জুড়ে মেঘ তৈরি হওয়া, এবং যার ফলে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়া – এই শক্তিশালী ও দানবীয় কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়ে যে আবহাওয়া তৈরি হয় সেটাকেই স্কোয়াল ফ্রন্ট বলে।
আরও পড়ুনঃ এবার বিধানসভা ঘেরাও! ৪ সেপ্টেম্বর যোগ্য শিক্ষকদের জমায়েতের ডাক সুমন বিশ্বাসের
স্কোয়াল ফ্রন্টের ফলে কী হয়?
আবহাওয়া দফতর জানিয়েছে, এই স্কোয়াল ফ্রন্টের মতো আবহাওয়া তৈরি হলে সংঘর্ষ দেখা দেয় পূবালী ও পশ্চিমা বাতাসের মধ্যে। ফলে যেখানে এই স্কোয়াল ফ্রন্ট তৈরি হয়, সেখানেই পরিলক্ষিত হয় অতিভারী বৃষ্টির। এমনকি মেঘ ভাঙা বৃষ্টিও হতে পারে। আর সোমবার রাতে এই স্কোয়াল ফ্রন্টের জেরেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কবলে পড়েছে কলকাতা ও হুগলির একাধিক এলাকা। একাধিক জায়গায় জারি করা হয়েছে সতর্কতা।
তবে, এখনই এই হঠাৎ বৃষ্টি থেকে মুক্তি পাবে না রাজ্যবাসী। কারণ, আবহয়ায়া দফতর জানিয়েছে, নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। যার জেরে ২ সেপ্টেম্বর রাজ্যের দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি জারি হয়েছে কমলা সতর্কতা। যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা সহ কলকাতা, হাওড়া, হুগলি-সহ দুই মেদিনীপুর। ৩ তারিখ অবধি সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎসজীবীদের ওপর।