সহেলি মিত্র, কলকাতা: একই বাড়ির দুই বউকে নিয়ে পালাল যুবক। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদায় (Bagdah)। শুধু তাই নয়, পালানোর সময়ে যাতে পথ পরিষ্কার থাকে সে জন্য দুই জা মিলে শ্বশুর, শাশুড়ি ও মেয়েদের চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে বাগদায়।
বাগদায় একই বাড়ির দুই বউকে নিয়ে পালাল যুবক!
স্থানীয় সূত্র অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামের ঘটনায় ইতিমধ্যেই এই মর্মে বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দুই মহিলার স্বামী। স্ত্রীকে ফেরত পেতে চান তাঁরা। একইসঙ্গে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তাঁরা। এলাকাবাসীর বক্তব্য, একই পরিবারের দুই বধূর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল গ্রামের এক যুবকের। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামের বাসিন্দা দাদা ইয়াসিন শেখ ও ভাই আনিসুর শেখের দুই স্ত্রী এলাকারই যুবক আরিফ মোল্লার সঙ্গে পালিয়েছে। তিনজনের মধ্যে প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল।
আরও পড়ুনঃ শিয়ালদা থেকে বনগাঁ, কৃষ্ণনগর রুটে এদিন থেকে ছুটবে AC লোকাল! জানাল রেল
সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পায় তাঁর বাবা মা ও তিন মেয়ে অচেতন হয়ে রয়েছে। এদিকে বাড়ি থেকে উধাও স্ত্রী, বৌদি ও এক মেয়ে। এরপর সময় নষ্ট না করে আনিসুর বাবা, মা ও তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।
বিরাট অভিযোগ বাবা-মায়ের
এরপর জ্ঞান ফিরলে বাবা ও মা দুজনে বিস্ফোরক মন্তব্য করেন। সোমবার সন্ধ্যায় আরিফ এসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল তারপরেই চা বানিয়ে দিয়েছিল বাড়ির দুই বউমা। সেই চা খাওয়ার পর থেকেই তাঁরা অচেতন হয়ে পড়েছে। সোমবার সন্ধ্যা থেকেই বাড়ির বড় বউ কুলচান মল্লিক, ছোট বউ নাজমা মন্ডল এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। আনিসুর শেখ জানিয়েছে এর আগেও বড় বৌদি ও তাঁর স্ত্রীকে নিয়ে আরিফ মোল্লা পালিয়েছিল। পরে লোক লজ্জার ভয়ে স্ত্রীকে ফিরিয়ে আনা হয়। তবে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তবে এবার একজন নয়, দুজনকে নিয়ে পালাল আরিফ মোল্লা।