আজ থেকেই বন্ধ ব্লু লাইনের রাতের পরিষেবা! শেষ মেট্রো কটায় জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহরজুড়ে বিস্তৃতি বাড়ছে মেট্রো (Kolkata Metro) রুটের। পাতাল পথে জুড়ে যাচ্ছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মেট্রো রুটের পরিধি বাড়ার সাথে সাথেই মেট্রোর সাথে যাত্রীদের সম্পর্কটাও আরও গভীর হয়েছে। বেড়েছে নিত্যযাত্রীর সংখ্যা। ঠিক সেই আবহে, এবার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো রেলওয়ে কলকাতার বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ব্লু লাইনের রাত 10টা 40 মিনিটের শেষ অর্থাৎ বিশেষ মেট্রো পরিষেবা (Blue Line Last Metro Service)। হঠাৎ পুজোর আগে মেট্রো কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের জের, এবার চরম ভোগান্তির মুখে কলকাতা মেট্রোর প্রতিদিনের যাত্রীরা।

কী কারণে এমন সিদ্ধান্ত?

বিজ্ঞপ্তি দিয়ে মেট্রোরেল জানিয়েছে, ব্লু লাইন মেট্রোর কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার কারণে মেট্রো পরিষেবায় একাধিক বদল আনা হয়েছে। যার জেরে সরাসরি প্রভাব পড়েছে মেট্রো পরিষেবাতেও। মূলত সে কারণেই, ব্লু লাইনে রাতের শেষ মেট্রো চালানো যাবে না বলেই জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে রাত 10টা 40 মিনিটে দমদম পর্যন্ত শেষ মেট্রো চালানো হচ্ছিল। তবে এবার এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।

তাহলে শেষ মেট্রো কটায়?

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে অনির্দিষ্টকালের জন্য রাত 10টা 40 এর বিশেষ মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো রাত 9টা বেজে 28 মিনিটে পাবেন যাত্রীরা। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী রাতের শেষ মেট্রো পাওয়া যাবে 9টা বেজে 34 মিনিটে। তবে, এতদিন রাত করে বাড়ি ফেরার ক্ষেত্রে যাত্রীদের কষ্ট লাঘব করেছে 10টা 40 মিনিটের স্পেশাল মেট্রো, তবে এবার থেকে তা না পাওয়ায় নিত্যযাত্রীদের যে যথেষ্ট ভোগান্তিতে পড়তে হবে সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: বালুচিস্তানে সভায় আত্মঘাতী বিস্ফোরণ! পাকিস্তানে জোড়া হামলায় প্রাণ হারাল ২৬ জন

উল্লেখ্য, যাত্রীর নিরিখে সম্প্রতি রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো। বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো জানিয়েছে, গত সোমবার সমস্ত মেট্রো করিডোর মিলিয়ে 8 লাখেরও বেশি মানুষ যাত্রা করেছেন। যার মধ্যে শুধুমাত্র ব্লু লাইনেই যাত্রীর সংখ্যা ছিল 5.84 লাখ। যদিও যাত্রী নিয়ে প্রতিদিন মেট্রো নতুন নতুন রেকর্ড গড়লেও নিত্যদিনের ঠাসাঠাসি ভিড়ের কারণে বহু যাত্রী কলকাতা মেট্রোকে বনগাঁ লোকালের সাথে তুলনা করছেন।

Leave a Comment