ধানক্ষেতে বন্ধুর বউয়ের জন্মদিন পালন, অন্ধকারেই নাকি কাটা হচ্ছিল কেক! ধূপগুড়ির ভিডিও ভাইরাল

Dhupguri
Dhupguri

কৃশানু ঘোষ, কলকাতাঃ রাতের অন্ধকার, নির্জন ধানক্ষেত আর বন্ধুর স্ত্রীয়ের জন্মদিন পালন! এসব নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি ধুপগুড়ির (Dhupguri) দক্ষিণ দারগোঁসাই হাটের পটলের স্কুল সংলগ্ন এলাকা। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বাধসাধে গ্রামবাসীরা, তাদের ধরে পরিচয়পত্র চাইতেই, উঠে এল চাঞ্চল্যকর তথ্য। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ধানক্ষেতে বন্ধুর স্ত্রীয়ের জন্মদিন পালন!

স্থানীয় সূত্রে দাবি, ওই যুগলকে প্রথমে অন্ধকারে ঘুরে বেড়াতে দেখা যায়। সন্দেহ হওয়ায় তাঁদের জেরা করতে শুরু করা হয়। চাওয়া হয় পরিচয়পত্রও। এরপর পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে যুবক। কিন্তু, তাড়াহুড়োয় ধানক্ষেতে বাইক নিয়ে পড়ে যায় সে। ফলে দু’জনকেই আটক করে স্থানীয়রা। প্রথমে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিলেও, পরে বেরিয়ে আসে আসল সত্যি। এরপর খবর দেওয়া হয় ওই যুবতীর স্বামীকে। তিনি ঘটনাস্থলে হাজির হয়ে মারধর করা শুরু করেন ওই যুবককে। পরে গ্রামবাসীরা সেই যুবককে রক্ষা করে। মারতে মারতে যুবতীর স্বামীকে বলতে শোনা যায়, “তুই বন্ধু হয়ে আমার সর্বনাশ করতে পারলি?”

আরও পড়ুনঃ ‘দুর্নীতি নিয়ে চাই জোরাল প্রমাণ!’ ৩২,০০০ চাকরি বাতিল মামলায় হাইকোর্টে বিরাট মোড়

নিজের স্বামীকেই দোষারোপ করেন যুবতী!

তবে, ওই যুবতী সকলের সামনেই জানায়, সে ওই যুবককে ভালোবাসে। এছাড়া, ওই যুবতী এই ঘটনার জন্য নিজের স্বামীকেই দোষারোপ করতে থাকে। তবে এলাকাবাসীর প্রশ্ন, “জন্মদিন পালনের জন্য ধানক্ষেতই বেছে নেওয়া হল কেন? আর অন্ধকারেই বা কেন?” ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই প্রায়ই এই এলাকায় পরকীয়া বা অসামাজিক কাজকর্ম চোখে পড়ে। খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবক-যুবতী ও যুবতীর স্বামীকে থানায় নিয়ে যায়।

গ্রামবাসীর আক্ষেপ, এভাবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে বারবার গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। পুলিশের হস্তক্ষেপে সাময়িক শান্তি ফিরলেও, এই ঘটনা নিয়ে চর্চা এখন গোটা এলাকায়।

Leave a Comment