প্রীতি পোদ্দার, কলকাতা: শরতেও যেন শ্রাবণের দুর্যোগ লেগেই রয়েছে। দিনরাত মেঘলা আকাশ এবং বৃষ্টির (Weather Update) জেরে পুজোর শপিং সম্পূর্ণ মাটি হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। কলকাতাও তার ব্যতিক্রম নয়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া বইছে। তাই স্বাভাবিকভাবেই সাধারণের মনে প্রশ্ন জাগছে যে, কবে থামবে এই বৃষ্টি দুর্যোগ?
নিম্নচাপ পরিস্থিতি নিয়ে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ বুধবার বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এই মুহূর্তে সেটি উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড-ছত্তিশগড় উপকূল ধরে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে এগোবে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থানের বিকানের, জয়পুর, দামোহ্, সম্বলপুর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। এক নজরেই জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে ও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে অপমান! অনির্বাণের বিরুদ্ধে FIR দায়ের তরুণজ্যোতির
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বাড়ি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে।