বাংলাদেশে দুর্গা পুজোর আগেই রাতের অন্ধকারে প্রতিমাতে আগুন! গাইবান্ধায় পুড়ে ছাই ৫ মূর্তি

Bangladesh

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশের (Bangladesh) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারদীয়া দুর্গোৎসবের আনন্দে মাটি পড়ল। দুর্বৃত্তদের দ্বারা সেখানে রাতের অন্ধকারে অগ্নি সংযোগ করা হয়েছে পুজোর প্রতিমায়। রিপোর্ট অনুযায়ী, এতে পাঁচটি প্রতিমা ও পুজোর নানারকম সরঞ্জাম মুহূর্তের মধ্যে ছাই হয়ে গিয়েছে। ঘটনাটি সোমবার রাত ১ টা নাগাদ। ঘটানো হয়েছে জামালপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের কামারপাড়া হামিন্দপুর দুর্গ মন্দির প্রাঙ্গনে। তবে নেপথ্যে কারা রয়েছে এবং কীভাবে ঘটনা হল এই নোংরা ঘটনা?

দীর্ঘদিনের দ্বন্দ্বের ফলেই প্রতিমাতে আগুন?

রিপোর্ট অনুযায়ী, স্থানীয় হিন্দু সম্প্রদায় দাবি করছে, মূলত মন্দির কমিটিকে কেন্দ্র করে বহুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। দুপক্ষের সেই বিবাদ চরমে পৌঁছতেই আলাদা আলাদা পুজোর আয়োজন করা হয়। এবছর এক পক্ষ প্রতিমা তৈরি করছিল কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকারের বাড়িতে, আর অন্যপক্ষ মন্দিরের পাশেই অস্থায়ীভাবে মণ্ডপ গড়ে পুজোর আয়োজন করছিল। তবে এই দীর্ঘ টানাপোড়নের মধ্যেই রাতের অন্ধকারে হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ সহ মোট পাঁচ প্রতিমা।

মন্দির কমিটির প্রাক্তন সভাপতি অনুকূলচন্দ্র রনুর অভিযোগ করছেন, আমাদের প্রতিমা তৈরীর কাজ ভালোভাবেই এগোচ্ছিল। প্রতিপক্ষই আগুন লাগিয়ে দিয়েছে। অন্যদিকে বর্তমান সভাপতি কুন্তল চন্দ্র দাস বলছেন, খোলা জায়গায় অসুরক্ষিতভাবেই প্রতিমা তৈরি করা হচ্ছিল। কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে, এভাবে বলা সম্ভব নয়। কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকারের দাবি, তদন্ত করলেই সব পরিষ্কার হবে।

আতঙ্কে গোটা গ্রাম

এদিকে মন্দিরের পাশের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দীপ্তি রানী জানিয়েছেন, প্রতিমা ভস্মীভূত হয়ে যাওয়ায় গ্রাম জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এবার পুজো আদৌ হবে? সবকিছু স্বাভাবিক থাকবে তো?

আরও পড়ুনঃ রাহু আর শনি মিলে চন্দ্রগ্রহণে ঘটাবে বিরল যোগ, রাতারাতি ভাগ্য বদলাবে এই ৫ রাশির

তবে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার এবং উপজেলার পুজা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী। ওসি বলেছেন, রাতের অন্ধকারে প্রতিমাতে অগ্নিসংযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত করতে হবে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি কমিটির দ্বন্দ্ব নিয়ে তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে।

Leave a Comment